আপাতত ২৬ জনের দল হলেও আগামী সপ্তাহে স্প্যানিশ লা লিগা শেষ হওয়ার পর ২৩ জনে নামিয়ে আনা হবে।
১৫ জুন থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কনফেডারেশন্স কাপের ‘বি’ গ্রুপে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, তাহিতি ও নাইজেরিয়া। ‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক ব্রাজিল, ইতালি, জাপান ও মেক্সিকো।
২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াসের ফেরা অবশ্য প্রত্যাশিতই ছিল। এ বছরের শুরুতে আঙ্গুলের হাড় ভেঙ্গে যাওয়ার পর থেকেই অনেকের মতে বিশ্বের সেরা গোলরক্ষক মাঠের বাইরে ছিলেন।
গত মার্চে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলে ছিলেন না চেলসির স্ট্রাইকার তরেস ও বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জাভি মার্তিনেজ।
তবে চেলসিকে ইউরোপা লিগ জয়ে তরেস এবং বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে অবদান রাখার পুরস্কার হিসাবে জাতীয় দলে ডাক পেয়েছেন মার্তিনেজ।
কনফেডারেশন্স কাপের স্পেন দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, ভিক্টর ভালদেস, পেপে রেইনা।
ডিফেন্ডার: আলভারো আরবেলোয়া, সার্জিও রামোস, জেরার্ড পিকে, সিজার আজপিলিকুয়েতা, জর্দি আলবা, ইগনাসিও মনরিল, রাউল আলবিওল, জাভি গার্সিয়া।
মিডফিল্ডার: জাভি মার্তিনেজ, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, সান্তি কাজোরলা, জাবি আলনসো, বেনাত এজেবারিয়া।
ফরোয়ার্ড: সেস ফ্যাব্রেগাস, ডেভিড ভিয়া, ডেভিড সিলভা, রবার্তো সলদাদো, পেদ্রো, হুয়ান মাতা, জেসাস নাভাস ও ফার্নান্দো তরেস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।