আমাদের কথা খুঁজে নিন

   

আমার আর যাওয়া হয়না



আমার ভেতরের রক্তের কনিকাগুলো নাচছিল হৃৎপিন্ডে দুম দুম ঢাকের শব্দ কোত্থেকে যেন ভেসে আসছিল অস্পষ্ট প্রাচীন সুর মাথার ভেতরে কে যেন ক্রমাগত বলে পালা , পালা ,পালিয়ে যা তোর জন্য আছে সবুজ দ্বীপ নির্জন বেলাভূমি,স্বচ্ছ লেগুন আছে আধার আর নৈ:শব্দ তাই নগর থেকে পালালাম একদিন এই আলোকজ্জল নগরী উষ্ণ কফি শপ,নিরাপদ শোবার ঘর আর নকল হাসি খুশি মানুষ সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গেলাম আলো ,আধার আর নৈ:শব্দের ভেতর ডুবতে ডুবতে ক্রমশ আমি নিজেকে ফিরে পাচ্ছিলাম! আমার বাসভূম তো এই এই নির্জন বালুকাবেলা এই সাদা উত্তাল ঢেউ আর রাতগুলো আরো গাঢ় আরো নিঝুম রবিনসন ক্রুসো হয়ে ভালোই তো দিন কাটছিল আমার তখন হঠাৎ জাহাজের হুইসেল শুনি আর অন্ধকার গাঢ় সমুদ্রে তীব্র সার্চ লাইটের আলো আমার সবুজ দ্বীপে সার্চ পার্টির হুল্লোড়! আবার আলোকজ্জল নগরী উষ্ণ কফি শপ,নিরাপদ শোবার ঘর নকল হাসি খুশি মানুষ আর মাথার ভেতরে আয় আয় ডাক অথচ চারপাশে সার্চপার্টির লোকজন, ঘাপটি মেরে থাকা নগর পুলিশ ওৎ পেতে থাকে..... আমাকে যেতে দেয়া হয়না আমার আর যাওয়া হয়না!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।