আমাদের কথা খুঁজে নিন

   

|তিল-গপ্পো| বাহান্ন মেঘ ও উনষাট সাইকেলের বাহাস

শঙ্খপাপ আমার

বিকেল এলে আমরা মেঘের সাইকেলে করে আকাশ-রাহা পাড়ি দিতাম, আমাদের পরনে থাকতো রামধনু রঙা লুঙ্গি- যার কোঁচে থাকতো সন্ধ্যাকালে ঘরে ফেরার সংকেত। হাওয়াই গেঞ্জি 'পরে গামছা। গামছাতে থাকতো আমাদের পাড়ার পুষ্পাবলির ঘ্রাণ; যুবতী পুষ্পদল। আমরা একজনের নাম বিশেষ মনে রেখেছি- শুভ্রা; তার কালো কুন্তলের ভাঁজে আমরা মাঘী পূর্ণিমার সাপ দেখতাম; তার ফোলা গালে ভর করে থাকতো অভিমান ও মেয়েলি রহস্যের কলস। আমাদের পান করে-ও তৃষ্ণা নিবারণ হতো না; বারবার শুভ্রার বাবার বয়ান শোনার ছলে আমরা হানা দিতাম তাদের বাগিচার পিছনে।

বিকালে সেখানে শুভ্রা কলাগাছের পাতা কাটতো পিঠা বানানোর জন্য। - 'শুভরা, কী করছ?' আমরা শুভ্রার নাকের উপরে ঘাম দেখি, আমাদের শরীরে হাওয়া লাগে। - 'বরগ কাটি, দেখছ না। পিঠা বানাব মায়ে। ' - 'আমাদের ভাগ রাখিস।

' আমরা শুভ্রাকে বৈকালীন অভিযানের গল্প শোনাই আর লোভের ইলাস্টিক নিয়ে টানাটানি করতে থাকি। - 'নিজে করে খাঁ। ' শুভ্রা বরগ কাটা শেষ করে চলে যায়, মাটিতে তার পায়ের ছাপ পড়ে-পড়ে করে-ও পড়ে না, কেবল বাতাস কাটে। আমাদের বাস্তবিকই সাইকেল ছিল, দু'টো- চারজন মানুষ। লুঙ্গি পরে সাইকেল চালানো খানিক কষ্টদায়ক বলে আমরা মাঝে মাঝে গোঁছ মারতাম।

টগবগ সাইকেল নিয়ে আমরা চলে যেতাম কালিডাঙার পাড়ে গর্ভবতী ধানক্ষেতের আইল ধরে। বাতাসে কাঁপতে থাকে ধানশিষ, ঢেউ তুলে মাতাল করা; বুক সমান ধানক্ষেতের মধ্য দিয়ে যাওয়ার সময় আমাদের সাইকল নৌকা হয়ে যেত, আমরা শস্যনদী ভাসান দিতাম; কতিপয় ধানশস্যে হাওয়া নিয়ে এক ফোঁটা নদী! কালিডাঙায় বেবাক মাছ, আন্তা বসানোর সুযোগ নাই বলে আমরা বড়ই ফেলি। তবে তার আগে পটু হাতে আধ-থকথকে কাদা থেকে তুলে আনতে হতো কেঁচো, জোঁক ইত্যাদি। সেদিন আমরা শুভ্রার শাড়ির পাড়ের প্রস্থ মাপছিলাম। - 'কালিডাঙাতে নাকি লালচে মাছ পাওয়া যায়, মাঝখানে হলদা দাগ।

' আমরা এই কিসিমের মাছ ইহজীবনে সাক্ষাৎ করি নাই- তদাপি শুভ্রাকে সন্তুষ্ট করার্থে আমি বলি- 'হ, বেবাক। ' - 'সে মাছ খাইলে নাকি সুষম লাগে, শরীরে বল লাগে?' - 'কনে কইছে?' - 'দাদীজান কাইলক্যা রাতে কইছিল। ' - 'তোর দাদী তো বুড়ি মানুষ, আবোল-তাবোল বকে। ' জামশেদ টিপ্পনী কাটে; তার দিলে ছ্যাঁকা দিয়েছিল শুভ্রা বছরখানেক আগে। কথাটা শুনে শুভ্রা ফোঁস করে উঠে- তার চুলের কালসাপ এবার জিহবা দিয়ে জানান দেয়।

- 'হ, আনুম; তুই আনগোর লাই পিঠা রাখবি। খুশি হমু তুই নিজ হাতে বানাইলে। ' আমরা জওয়ান পোলাপাইন লালচে হলুদ মাছের টিকি সন্ধান করি- আমরা ভেলকি লাগার অপেক্ষায় আল্লাহর নাম জপতে থাকি। জামশেদ দেখতে পায় লাল লাহান কিছু- সে চিৎকার করে উঠে; মীনজাতি আমাদের কথা বুঝতে পারলে এতক্ষণে পালাতো। আমরা উড়েপড়ে লাগি মাছ শিকারের জন্য।

বড়শি ফেলতে থাকি ব্যস্ত হাতে। দেখা যায় মাছেরা ভীড় করে আমাদের আধারের লোভে। আমরা শরীরে স্রোত অনুভব করি বিজয়ের আনন্দে। কিন্তু আমি বিচক্ষণ চোখে খেয়াল করি যে সবাই মাছ ধরে ফেলছে! আরে, সবাই ইমাম হলে তো হবে না; কিছু মুসল্লী থাকা লাগবে, কয়েকটা মৌলবাদি (এই শব্দটা আমি গত সপ্তাহে সুজন মাস্টারের কাছ থেকে শিখেছিলিম) থাকবে! আমি কৌশলে অন্যদের বড়শির সুতা কাটতে চেষ্টা করলাম। রুপম টের পেয়ে গেল! সে-ও আমার বড়শির সুতো কাটতে উপগত হলো।

বেলা হয়ে আসছে। বাতাসে সন্ধ্যার নিজস্ব ঘ্রাণ তীব্র হচ্ছে; আমাদের লুঙ্গির কোঁচায় রাখা সন্ধ্যাকালে ঘরে ফেরার সংকেতসমূহ জেগে উঠতে শুরু করেছে! কিন্তু লালচে হলুদ মাছ তো ধরা হলো না; শুভ্রা কী এই প্রতারণা মেনে নিবে! মিনিট পাঁচেক আগে আমরা আবিষ্কার করেছি আমাদের কারো বড়শির সুতো অবশিষ্ট নেই। আমরা অন্য কোন বিকালে ফিরে আসার ইচ্ছা রাখি। সেদিন বিকালের উঠোনে জলপিঁড়িতে বসে থাকবে বাহান্ন মেঘ আর আমাদের কানে বাজতে থাকবে সাইকেল চলার শব্দে সৃষ্ট নামতার সুর! -------------- গতকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।