আমাদের কথা খুঁজে নিন

   

লে. জেনারেল মুবিন নতুন সেনাপ্রধান



লে. জেনারেল মুবিন নতুন সেনাপ্রধান Thu, Jun 4th, 2009 5:05 pm BdST Dial 2324 from your mobile for latest news ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মুবিনকে নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। আগামী ১৩ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের মেয়াদ শেষ হলে মুবিন তার স্থলাভিষিক্ত হবেন। লে. জেনারেল মুবিন যশোর এবং চট্টগ্রামের জিওসি ছিলেন। পরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন লে. জেনারেল মুবিন।

বিদায়ী সেনাপ্রধান মইন উ আহমেদকে ২০০৫ সালের ১৫ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ৬ এপ্রিল তার চাকরির মেয়াদ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এক বছর বাড়ায় যা গত বছরের ১৫ জুন থেকে কার্যকর হয়। ২০০৭ সালের ২৪ মে মইন জেনারেল পদে পদোন্নতি পান। লে. জেনারেল মুবিনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, মুবিনের পরিবারের সদস্য ও তার বন্ধুরা ফোনে তাকে অভিনন্দন জানাচ্ছে। মুবিন ১৯৭৩ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সেনাবাহিনী তথা জেনারেল মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। এসময়কালে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে। বিভিন্ন সময়ে তার প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্ষমতাভার গ্রহণের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন করা হলে মইন জোরের সঙ্গে তা অস্বীকার করে বলেছেন, তার সেরকম উচ্চাভিলাষ নেই এবং সেনাবাহিনীর ভূমিকা শুধু বেসামরিক সরকারকে সহায়তার মধ্যে সীমিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/এসকে/১৭১৩ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।