চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!
আজ সকাল ৯.২০ থেকেই আমি ব্লগে আছি। কখনও এতসময় ধরে থাকি না। ভার্সিটির ল্যাবে কাজ করি তো তাই কখনও হয়না । কিন্তু আজ আর ক্লাস নাই। আবার কাল থেকে ৯ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছি তাই ভাবলাম কিছুটা সময় দিয়েই যাই।
বসে বসে কিছু মজার ব্যপার দেখলাম সামুতে। যেমন জেরী নিকে দেখলাম তার কোন লেখাতেই ১০০টার নিচে কমেন্ট নাই। অর্থ হল সে মাঠে নামলেই সেন্চুরি। আর তার এই দুর্দান্ত ফর্মের কারন আমার ধারনা ব্লগারদের লুজ ডেলিভারি।
তারপর দেখলাম কবিতায় কেউ কমেন্ট করছে না।
সবাই কি সুকান্ত হয়ে গেল ?
"আর প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা
কবিতা তোমায় দিলাম ছুটি.."
আজ সকাল থেকে তিনটা কবিতা দেখলাম কিন্তু কোনটাতেই তিনটার বেশি কমেন্ট নাই!!!
মেহেদী নামের এক ব্লগার রে দেখলাম একটা পোষ্ট পাঠাইছে এবং সব জায়গায় তার লিংক করে রাখছে। প্রাসাংগিক হোক বা না হোক।
খুব মজা পাইলাম। কিন্তু আগামী নয় দিন আমি থাকতে পারব না। সবাই ভাল থাইকেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।