ভাবছি শুধু ভাবতে গিয়ে ভাবতে বসে ভাবতে ভাবতে...
অজস্র মুখ দেখেছি,
আশা-স্বপ্ন-ভালোবাসা, দেখেছি ।
স্বপ্ন দেখেছি আমরা,
স্বপ্ন গড়বো বলে-নূতন করে।
আমরা ভালো থেকেছি,
ভালো রাখবো বলে,
গড়েছি-গড়বো বলে
প্রত্যয়ে, যুথবদ্ধতায়-নিবিড় বিশ্বাসে।
তোমাদের কাছে থেকেছি,
কাছে রাখবো বলে-
দূর পথ পাড়ি দিতে,
চেয়েছি বহুদূর যেতে...
পাখির চোখের সরলতা
দেখেছিলাম-দেখেছি
এই তোমাদেরই চোখের
গরল কপটতায়।
আমরা ধ্বংস দেখেছি,
দেখেছি হিংসা-দ্বেষ-ঘৃনা,
মানতে চাইনি-
অস্তিত্বকে মেনেছি বলে-
তোমাদের অস্তিত্বকে।
হাতের ওপর রাখা
হাত ছুঁয়ে দেখেছি
আমি এবং আমরা, আমার হাতে।
তোমাদের স্নিগ্ধ হাতের
তর্জনী, এঁকে দিয়েছে
ওদের নির্ঘুম ক্লান্ত চোখে,
কোমল চুম্বন।
আমি ভুলিনি-
আজো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।