আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: নীলগিরি মাউন্টেন রেলওয়ের কেত্তি স্টেসান

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

উটি ভারতের পর্যটন মানচিত্রে নিজস্ব জায়গা করে নিয়েছে ৷ পাহাড় এবং বোটানিকাল গার্ডেনের সাথে উটির অন্যতম আকর্ষণ হল ন্যারো গেজের রেলপথ যা সমতলের মেট্টুপালেয়াম শহর থেকে নীলগিরি পাহাড়ের উটি শহরে গেছে ৷ তবে আজকাল উটিতে এত বেশী পর্যটক ভিড় জমায় যে ওটা প্রায় বানিজ্যক শহরের রূপ নেয় ৷ ঊটি শহর থেকে একটু দূরেই অবশ্য একটা ছোট গ্রাম রয়েছে যেখানে এখনো নীলগিরি পাহাড়ের কোলে প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া যায় ৷ ছবির মত ছোট্ট পাহাড়ী গ্রামটির নাম কেত্তি ৷ একটা নির্জন রেলস্টেসান, কয়েকটি আবাসিক মিশনারী বিদ্যালয়, আর কয়েক ঘর চাষীদের বসতি পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে কেত্তি ৷ একটু দূরেই রয়েছে জঙ্গল ৷ মাঝে মাঝে দামাল হাতির দল আসে সেখানে ৷ কখনো কখনো রাতে প্যান্থারে গবাদী পশু শিকার করে নিয়ে যায় ৷ এছাড়া বুনো মোষ তো রয়েছেই ৷ এখানে কেত্তি রেল স্টেসান ও সংলগ্ন এলাকার কিছু ছবি দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।