আমাদের কথা খুঁজে নিন

   

মূক ও বধির

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

মূক ও বধির ---------------------------- এই শহরে এক অদ্ভুত রোগ এলো কেউ কথা বলেনা ডাকলে শুনেনা মৃত শীতল চোখের জমিনে ধূসরলাল দূর্বাঘাস ও তীর্যক রোদ্দুর। এই রোদ্দুরের একটা ঘ্রান আছে ধরাযাক সেই ঘ্রান পাকাধানের, শৈশব থেকে আজব্দি ধুলোপথের অথবা ভেজামেয়েলি টুকরো কাপড়ের এরা ডাকলে শুনেনা কথা বলেনা আমার মতন গন্ধাভিলাষী নয় অনেক শীতের রাতেও স্নানঘরে লাগোয়া দেয়ালে শুনেছি প্রতিবেশিনীর শীৎকার; শরীরবাদী বলেই দেয়ালে পেতেছিলাম কান মুহূর্তের লিপ্সা বড্ড তীব্র উম্মাদের মতন জীভ দিয়ে চেটেছিলাম জোছনার বিষ আর একেকটা তৃপ্ত সঙ্গমের পরও আমি দিব্যি বেঁচে আছি; গায়ে মেখে যাচ্ছে রোদ্দুর যেমনটি মাখে দশ আঙ্গুলে ভালোবাসা শব্দটি। ধরাযাক ভালোবাসা শব্দটির অন্তরঙ্গে বসে নারীকে নিয়ে একটা কবিতা লিখা যায়; শরীর সরব হলে দরজার খিরকি জানালার পর্দাও অনুভূতিশীল অথচ অবিশ্বাস শব্দটি মূক ও বধির করে রাখে এই শহর ---------------------------------- আল্লাইয়ার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।