গত বছর দেড়েক আগে বাংলাদেশ আর্মির ওয়েব সাইটে প্রথম ঢুকছিলাম।
হোম পেজ মাশাল্লাহ বেশ স্লো, যেই করিগর বানাইছে হেতে নিজের কাবিলতি ফলাইছে। বাংলাদেশ আর্মির হোম পেইজ তথা ওয়েব সাইট বানাবার আগে ঐ বলদাডা যদি বিশ্বেরর অন্যান্য দেশের সেনা ওয়েব সাইট দেখতো তাহলে এ সমস্যা হইতো না,
ভয়ের কথা, বিপদের কথা হইলো সেনা বাহিনীর ওয়েব সাইট নিয়মিত আপডেট হয় না গত আট মাসে তার জলন্ত প্রমাণ। এতে এখনো মেজর জেনারেল অনুপ বড়ুয়াকে অর্ডিনেন্স চিফ দেখানো হচ্ছে, এছাড়া আরো বহু গুরুত্বপূর্ণ পোষ্ট সহ আনেক কিছুর পরিবর্তন নাই। এই সাইটের আপডেটের দায়ত্ব কে পালন করে জানা দরকার। কেউ জানলে আওয়াজ দিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।