আমাদের কথা খুঁজে নিন

   

কবে এদের মন বদলাবে

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

সেদিন গিয়েছিলাম রঙের মেলায়, মানে ফেস বুকে রয়েছে এমন পুরনো স্কুলমেটদের একটা গেট টুগেদারে। গুলশানের একটা নামি দামী রেস্তোরা বুক করা হয়েছে। যথা সময়ে তথা পৌছলাম। যেয়ে দেখি হা হা হি হি হাসির জোয়ার বয়ে যাচ্ছে। সবাই নিজের বেষ্টটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে (ভাল পোশাক, গয়না এবং হাসি)।

তবে কম বেশী সবাই নিজে থেকে কথা বলে না আগ বাড়িয়ে যেয়ে তাদের সাথে কথা বলতে হয়। বেশীর ভাগই পুরনো বন্ধুদের পেয়ে কৈশরে ফিরে গেছে। কেউ কেউ বলছে "আমার ছেলে আমার এই রুপ দেখলে বলবে মম্‌ পাগল হয়ে গেছে। " স্কুল কলেজে আমার আবার তেমন কোন বন্ধু বান্ধব ছিল না আর আমি ছিলাম ডে শিফটে, তো এই সো কল্ড সামার লাঞ্চে ডে শিফটের স্কুলমেটরা তেমন একটা আসেনি। আমি পড়ে গেছি একা, জানি এমনটা হবে তবুও সবার চেকনাই দেখার ইচ্ছাটাকে দমন করলাম না।

বেশীর ভাগই ভাল ভাল জায়গায় জব করে, কমই আছে হাউজ ওয়াইফ। দুঃখ লাগল অসম্ভব ভাল কিছু ছাত্রীকে দেখলাম হাউজ ওয়াইফ হয়ে তাদের মেধা অপচয় করছে, কেউ আবার আকর্ষনীয় চাকরি ছেড়ে ঘরে বসে আছে। এমন হাউজ ওয়াইফদের মধ্যে কেউ কেউ আবার হাউজ ওয়াইফ হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়। তারা বলে হাজব্যান্ডের সাথে কাজ করি। ভূমিকা আর দীর্ঘ না করে আসল কথায় চলে যাই।

ছোট খাটো সুইট করে একটা মেয়ে এসেছে ছেলে সহ। তার কথা গুলো কানে এল সে বলছে তার বাচ্চাকে নাকি ঘুমের মধ্যেও সে খাওয়ায় তবুও বাচ্চার স্বাস্হ্য হয় না, তার জামাই নাকি বলে নিজেতো খেয়ে খেয়ে হাতি হইতেছো বাচ্চার দিকে খেয়াল করতে পারো না(সে মোটেও হাতি নয় উল্টো তার জামাইরে লাগল ছিচকা কালো ইদুরের মত, সে ভাগ্যবান যে এমন সুইট একটা বউ পাইছে)। সেই মেয়ে আরো বলল কাজের লোক চলে গেছে বলে নাকি সে তার জব ছেড়ে দিছে এবং ফুলটাইম বুয়া হিসাবে ঘর মোছা, কাপড় ধোয়া সব করছে। তারপরও বান্ধবীদের সামনে সে তার জামাইকে মন্দ বলছে না, যেন এটাই স্বাভাবিক। কবে যে এই সব পুরুষদের মন বদলাবে(সব পুরুষের কথা বলছি না।

) তারা তাদের স্ত্রীদের দিকে একটু সহায়তার হাত বাড়িয়ে দিবেন, সংসারটাতো তারও। আর মেয়েরা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে একটা সুন্দর সম্মানের জীবন যাপন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।