আমাদের কথা খুঁজে নিন

   

পথে নেমেছি আজ বুকে সূর্যোদয় নিয়ে...

দু:সময় কত দীর্ঘ হতে পারে আমরা ছাড়া আর কে জানে - পিতৃহারা একেকটি দিন যেন একেকটি বছর ভাইহারা একেকটি দিন যেন একেকটি যুগ বীরঙ্গনা বোনের বিষণ্ন বদন; বুকে বুকে অনুতাপের শিখা অনিবার্ণ অপরাধী সময়ের নিমজ্জনে মুক্ত আকাশে কতকাল সূর্যোদয় হয় না ! তবু ভীরুতায় পার হয়ে গেছে বহুকাল রাষ্ট্রপকক্ষের ধমকে বহুবার বাড়ি ফিরেছি দ্রোহ বুকে বয়ে রাস্ট্রপক্ষ শুনে রাখো, এবার চোখ রাঙালেও আমরা ফিরবো না কেননা পরিপুষ্ট আগুন কোন বাঁধ মানে না আমরা পথে নেমেছি আজ বুকে সূর্যোদয় নিয়ে.... প্রান্তিক জসীম ১১.২.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।