আমাদের কথা খুঁজে নিন

   

এই নন-টেকির বা না-বুঝ পোলাটার দিকে সাহায্যের হাতটা বাড়ায় দেন, প্লিজ

I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)

কয়েক মাস ধরে কয়েকটা সমস্যায় আছি। সাধারণত যখন বিভিন্ন ড্রাইভ বা নেট ইউজ করি তখন কোনো সমস্যা হয় না বা কোনো ওয়ার্নিং ও আসে না। পিসি ঠিক মতো চলে। আগের উইন্ডোজে সমস্যা ভেবে নতুন উইন্ডোজ ইন্সটল দিছি। তাতেও কাজ হয় নাই।

পাঁচটা ড্রাইভ ছিলো। উবুন্টু ইন্সটল করে একটা ড্রাইভ বানাইছিলাম ভাইরাসের ভয়ে, যাতে একবার ফরমেটে কাজ হয়। অন্য কোনো ড্রাইভে ভাইরাস না থেকে যায়। কিন্তু তাতেও কোনো কাজ হয় নাই। ১. সব এন্টিভাইরাস ইন্সটল হয় কিন্তু কোনো এন্টিভাইরাস আপডেট নেয় না।

এন্টিভাইরাসের কোনো আপডেট ফাইল ডাউনলোড করতে গেলে ঐ পেইজ ওপেন হয় না। কিন্তু আইপি হাইড করে গেলে ওপেন হয়। ২. স্টার্ট থেকে উইন্ডোজ আপডেটে ক্লিক করলে গুগোলের পেইজ ওপেন হয়। মাইক্রোসফটের পেইজে যায় না। লিঙ্ক লিখে দিলেও যায় না।

৩. গুগোলে কোন কিছু সার্চ দিলে যে সার্চ লিস্ট আসে ঐখান থেকে যেকোনো লিঙ্কে প্রথমে ক্লিক করলে ঐ লিঙ্ক না এসে অন্য একটা পেইজে রি-ডাইরেক্ট হয়ে যায়। মাঝে মদ্ধে একটা সার্ভে করার সাইটে যায় আবার মাঝে মাঝে পর্ণ ওয়েব সাইটে চলে যায়। কিন্তু দ্বিতীয়বার ক্লিক করলে আবার ঠিক পেইজেই যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।