আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক শুক্কুরবার গাউসিয়ায় ফাইসা গেছিলাম

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
যদি কোন পুরুষ বলে যে সে গাউসিয়ায় ঘুরতে পছন্দ করে - আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন মিথ্যা বলছে। গাউসিয়ায় কোন নারী সংগীর সাথে ভ্রমণের চেয়ে ফার্মগেটে জুতা পালিশ করা অনেক আনন্দের। তবে আমি যদি বলি গাউসিয়া ইজ মাই ফেভারিট, তবে বিশ্বাস করতে পারেন। কারণ আমার নারীটির প্রিয় জায়গা গাউসিয়া। তবে দৈব দুর্বিপাকে কখনও যদি যাওয়া হয়ই তবে ভুলেও দরদাম করতে যাবেন না।

এখানে দরদাম করার জন্য আপনাকে নারীর চোখ থাকতে হবে, আর ভুলে যদি কোন দাম বলেও ফেলেন, নিশ্চিত থাকেন আপনার কপালে খবর আছে। রিসেন্টলী আমার চাচাতো বোন যার বিয়ের ফুল ফুটেছে মাত্র চল্লিশ বৎসর বয়সে (কোন এক রহস্যজনক কারণে আমাদের গুষ্ঠির বেশীরভাগ মেয়েরই বিয়ে হয় ত্রিশের পরে, অথচ প্রত্যেকেই অদ্ভুত সুন্দরী!) - তার বিয়ের কেনাকাটার ব্যগবহন করতে আমাকে গাউসিয়ায় কাটাতে হয়েছিলো শুক্রবারের পুরা দিবসভাগ। কখনও যদি মেমরি ইরেজারের সন্ধান পাই - এই স্মৃতিটা আমি মুছতে চাইবো সবার আগে। এত জিনিস মেয়েরা পরিধান করে আর এত রঙে সেগুলার উৎপাদন - রীতিমত বিষ্ময়কর। সবচেয়ে মজার বিষয় হলো এই মার্কেটের সব দোকানদাররা এক একজন নারী মনস্তাত্ত্বিক।

আপনি সারাজীবন একত্রে থেকেও যে নারীর পছন্দ আচ্‌ করতে পারবেন না, এখানের বারো বৎসরের এক সেলসবয়ও তার পালস বুঝে নেবে। তবে আমার মনে হয় এখানের একদামের দোকানগুলো হচ্ছে সবচেয়ে বড় ধরিবাজ। একই জিনিস পাশের দোকানে কম দাওয়া পাওয়া যায়। সম্প্রতি দেখলাম পুরা মার্কেটটাতে এসি লাগানো হয়েছে। চারিপাশ খোলা অথচ ভেতরে এসি - অদ্ভুত এই মার্কেটের কম্পোজিশন।

প্রায় রো-ই একই রকম, কোথ্থেকে শুরু আর কোথায় শেষ আমার বোঝা প্রায় অসাধ্য লাগছিলো। দোতালা, তিনতালা, চারতলা একই অবস্থা। প্রতিটা দোকান ভর্তি নারীক্রেতা - প্রতিটা দোকানই মনে হচ্ছে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। আফার সাথে গাউসিয়ায় ঘুইরা মনে হইলো এই জীবন আর বহন করার কোন মানে নাই। গাউসিয়ার দোকানীদের সাথে একদিন দরদাম করলে জীবনে বাইচ্চা থাকার ইচ্ছা চিরজীবনের মত অফ হইয়া যাইবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।