আমাদের কথা খুঁজে নিন

   

এক গাঁয়ে দু্‌ই বিচার নয় কি?

পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..

একই গ্রামে একই দিনে ঘটে ঘটনা দুটি। শফিকুল-রেশমা দম্পতির ১২ বছরের সংসার। শফিকুল ঢাকায় রিক্সা চালায়। সেখানে আবারো বিয়ে করেছে। রেশমা গৃহিনী।

সেদিন বাড়িতে এসে শফিকুল প্রতিবেশী তরুনীর সাথে প্রেম করতে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। শফিকুলের পরিবার রেশমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। শফিকুলকে শালিসে চড়-থাপ্পর দিয়ে শাসন করে । পরে রেশমার সাথে দেনমোহরানা বাড়িয়ে আবারো বিয়ে রেজিস্ট্রি করে সংসার পাকাপোক্ত করে। আফরোজা-মোতালেব দম্পতির ৮ বছরের সংসার।

মোতালেব বছরের প্রায় পুরোটা সময় ঢাকায় রিক্সা চালায়। বছরে দু,একবার বাড়িতে আসে। প্রতিবেশী যুবক ফারুককে সংসারের খোঁজ খবরের দায়িত্ব দিয়ে দেয় । সেদিন আফরোজা-ফারুক আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। মোতালেব খবর পেয়ে বাড়িতে এসেই আফরোজাকে তালাক দেয়।

বাবার বাড়িতে গেলে তারা আফরোজাকে তাড়িয়ে দেয়। আত্মীয়-স্বজন,পাড়া-পড়শী কেউ তাকে কলঙ্কিত বলে আশ্রয় দেয়নি। বাধ্য হয়ে সে একটা অফিস ঘরের বারান্দায় আশ্রয় নেয়। সেখান থেকেও তাকে সরিয়ে দেয়া হয়। তার দাঁড়ানোরও কোন স্থান নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।