সময়টা ২০০১ সালের নিবার্চনের কিছু পড়ে। পরিচয় হলো একটি ছোট মেয়ের সাথে সে তখন ক্লাশ ৬ এ। প্রথমে পরিচয় পরে আস্তে আস্তে তা প্রেমের দিকে গড়া্য়। অবশেষে হয়ে যায় প্রেম। চললো ঠিক ২০০৯ সালের মে এর ২৩ তািরখ পর্যন্ত।
হঠাৎ মেবাইলের রিং টা বেজে উঠল। সেই অতি পরিচিতি নম্বর। রিসিভ করলাম । কিন্তু অন্যান্য দিনের চেয়ে ব্যাতিক্রম। একটি কান্নার অাওয়াজ।
সে জানালো তার পক্ষে আমার সাথে আর প্রেম করা সম্ভব নয়। খোজ খবর নিয়ে জানলাম বাসা থেকে ব্যাপক চাপ তাই এ সিদ্ধান্ত। জানালাম সে কি চায়। সে চায় সুখী হতে। আমিও চায় কিন্তু আমার পক্ষে সম্ভব নয় তার সাথে আমার এই মুহূর্তে সংসার করা কারেন আমিতো মাত্র অনার্স ২য় বর্সে।
তাই কি করবো ভাবছি আর ভাবছি? তবে আমি চাই সে সুখী হোক। কারন আমিতো তাকে ভালবাসি এটা যে সে অামি নয় অামার এক সাবেক রুমমেটের বাস্তব কাহিনী.......সত্যিই,..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।