আমাদের কথা খুঁজে নিন

   

আমি RAB এর ক্রসফায়ারকে সাপোর্ট করি



আমি RAB এর ক্রসফায়ারকে সাপোর্ট করি... আসলে আমার এই ব্লগ লিখার উদ্দেশ হচ্ছে একজন ব্লগারের লিখার উত্তর দেওয়া... নিচের লিঙ্কে যাবেন... এই লোক যা বলছে, আমি সেটাকে ধিক্কার জানায়ে নিজের মতামত প্রকাশ করছি... Click This Link আমি কোন এক এলাকায় কোন এক সময় ছিলাম, সেখানকার এক খুনি-সন্ত্রাসী অই এলাকার নেতার চেলা থাকায় কেও তারে কিছু বলতে পারতো না...যত অপরাধ করুক, তার কিছুই হইতো না... অই এলাকার বাবসায়ীদের কথা বাদই দিলাম... কোন কারনে হয় অই নেতার হাত অই সন্ত্রাসীর মাথা থেকে উঠে গেলো বা কোন এক কারনে অই নেতা আর সন্ত্রাসীর পাশে ছিলো না... (১) বাপারটা খেয়াল করলে দেখা যাবে যে, নেতার কারনে সন্ত্রাসীদের কেও কিছু করতে পারে না, (২) সন্ত্রাসীদের যদি শাস্তি দেওয়া না হয়, তাইলে সে বার বার অপরাধ করতেই থাকবে... শেষ ঘটনা হচ্ছে, অই সন্ত্রাসী যখন RAB এর হাতে মরলো, তখন এলাকা এমন কোন মানুষ নাই যে খুশি হইছে, অনেকে RAB অফিসে গিয়ে মিস্টি দিয়ে আসছে... কারন ?? এলাকার লোক RAB এর কারনে এমন হারামী থেকে মুক্তি পাইছিলো... যাকে নাকি পুলিশ-আইন-আদালত কেও কিছু করতে পারছিলো না... আইনকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমাদের দেশে আইনের অনেক বেশি অপব্যবহার করতে জানে সন্ত্রাসীরা লেখক এতো মানবাধিকার নিয়ে কথা বলতেছেন, আমি না হয় লেখককে কিছু প্রস্ন করিঃ ১। চাদাবাজী করে কারা ?? তাদের কে প্রশ্রয় দেয় ? ২। খুনি যদি বার বার আদালত থেকে জামিন নিয়ে আসে এবং আবার খুন করে তখন তাকে কে আটকাবে ? ৩। আপনার বোন ধর্ষিত হইলে বা আপনার বাবা-ভাই খুন হইলে যদি সেই সন্ত্রাসীদের জামিন নিয়ে জেল থেকে বার হয়ে আপনাকে হুমকি দিতে দেখেন সেটা ভালো লাগবে নাকি তাদের ফাসি চাইবেন ?? ফাসি মানে কি ?? অইসব বালের মানবাধিকারগুলাতো পারলে ফাসিও বন্ধ করায়... ৪। কোনদিন কোন পরিবারে গেছেন যাদের ভাই-ছেলে-বাবা সন্ত্রাসীদের হাতে খুন হইছে ?? এবং অইসব সন্ত্রাসী যখন ক্রস ফায়ারে মরে, তখন তাদের অনূভুতি জেনে আসছেন ?? ৫।

কারা এইসব মানবাধিকার সংস্থা ?? আমেরিকা পাকিস্তানে/ ইরাকে/ অন্ন অনেক দেশে যখন হাজার মানুষ মারে তখন কই থাকে আপনার এইসব মানবাধিকার সংস্থা ?? ইসরায়েল দিনের পর দিন মানুষ মারতেছে ফিলিস্তিনে, তখন কি অইটা খুন হয় নাকি আল্লাহের দয়ায় অইসব লোকের মরণ হয় ?? ৬। কোন দিন চিন্তা করে দেখছেন যে এমনিতেই যখন দেশে লাখ লাখ সাফার করতেছে এইসব সন্ত্রাসীদের জন্য, সেখানে এইসব সন্ত্রাসী একটু কমলে ভালো নাকি খারাপ হয় ?? যারা ক্রস ফায়ারে মরছে, তারা এখন বেচে থাকলে কি হইতো চিন্তা করে দেখছেন ?? ------ আমি জানি আপনি এখন কি বলবেন, অইটার ও উত্তর দিচ্ছি আমি। আমাদের দেশে টাকা-ক্ষমতা এইসব থাকলে জেলে থাকা লাগে না, জামিন নিয়ে বার হয়ে আসা যায়। কয়টা খুনি খুন করে জেলে গিয়ে জামিন নিয়ে বার হয়ে এসে খুন হওয়া মানুষের পরিবারকে হুমকি দিচ্ছে, অই খবর রাখেন ?? চাদাবাজ, খুনি, সন্ত্রাসীদের আপনি আইন নিয়ে মানুষ বানাবেন ?? তাইলে তো হইছিলো কাজ। সব জেলে যায়, কয়দিন পরে বার হয়ে আসে আবার শুরু করে দেয়।

তখন কই থাকে আপনাদের মানবাধিকার সংস্থা ?? একটা খুন হওয়া মানুষের পরিবারের ভরণ-পোষন করে এইসব মানবাধিকার নামের ধান্দাবাজ সংস্থা গুলো ?? বলেন করে ?? পুলিশি হেফাজতে কিছু মানুষ মরে, অইটা RAB না থাকলেও মরতো এবং সন্ত্রাসীরা যদি কাওকে একটু ভয় পাই তাইলে পায় এখন RAB কে... চাদাবাজী ?? অইটা কে করে না বলেন তো দেখি ? ভালো-খারাপ সব কিছুতেই আছে... আপনি গ্লাসের ২০% খালি দেখবেন নাকি ৮০% ভর্তি দেখবেন, অইটা আপনার মানসিকতার বাপার। চামচামী বন্ধ করেন সন্ত্রাসীদের এবং মানুষের ভালো চিন্তা করেন... সন্ত্রাসী কারো বন্ধু হতে পারে না, সমাজের অংশ হতে পারে না। আজকে আমার বাপকে কেও খুন করলে আপনি যেমন আগায়ে আসবেন না, তেমনি ধান্দাবাজ মানবাধিকার সংস্থা গুলাও আগায়ে আসবে না। আমাকে কেও মামলা করার খরচ দিবে না, আমাকে কেও বিপদ থেকে উদ্ধার করবে না। ধিক্কার জানাই আমি এইসব মানুষদের যারা বেশি বেশি মানবদরদি মার্কা কথা বলে আসলে মানুষের ক্ষতি করতে চায়.... নিচের লিঙ্কে গিয়ে একটু ঢু মারেন... Click This Link মানুষের ক্ষতি করেছে, সন্ত্রাসী এমন কয়টা এম পি- মন্ত্রীর শাস্তি হয়েছে কেও বলতে পারলে খুশি হবো... আমেরিকান/ ইউকে / ইইউ এর অইসব ধান্দাবাজ মানবাধিকার সংস্থা গুলা কইছিলো যখন সি.আই.এ এর সব খুনিদের বুশ-ওবামা মাফ করে দিলো ?? দয়া করে নিজের বাপদের কাছ থেকে উত্তর নিয়ে এসে জানাবেন।

========================================= বাংলাদেশের প্রথম ক্রসফায়ারঃ Click This Link =========================================

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।