পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন
আজ আমার জন্মদিন
মেঘেরা বেড়াতে আসবে আজ
গন্ধরাজের গন্ধ খুলে আনবে শ্রাবনীর চুল থেকে
একটা খামহীন প্রেমের চিঠি আসবে বাতাসে পাখা মেলে
পা টিপেটিপে নিঃশব্দে ছোট্ট ফোনে ঢুকবে একটা আদুরে বার্তা
যেন অন্যকারো দীর্ঘশ্বাস জন্মনিলো অদৃশ্য অন্যএক সেলুলার বুকে
ব্যস্ত বাতাসেরা আজ মেঘেদের পিঠে নিয়ে দৌড়োবে, ক্যাটওয়াক করবে
রেস করবে - ম্যারাথন রেস...
আজ আমার মনখারাপের দিন, শঙ্কার দিন
গতকাল ছিলো দুখুমিয়ার;
যাদুকরকে বলবো, ‘হে কপারফিল্ড, আজ দিনটা ক্যালেণ্ডারের বুক থেকে
চিরতরে ভ্যানিশ করে দাও, নক্ষত্রের মতো ছুঁড়ে ফেলে দাও
অনন্ত মহাশূন্যেও যেন তাকে খুঁজে না পায় ঈশ্বরও’
আজও একটা ফুটো হবে হৃদয়ে - বাইশফুটো হৃদয় নিয়ে
অপেক্ষা করবো তেইশতম বর্ষের...
আমার মাহমুদের মাথায় হাত বুলিয়ে দেব
‘ভেবোনা বাছা, মরে যাওয়ার অপেক্ষাইতো মজা’...
একটা চেনা চুমুর জন্য থরোথরো কাঁপছে শরীর...
আজ দিনটা বড় আগলি, অন্যদিনের চে’ অনেক পচা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।