এক জুনিয়ার ম্যানেজার,আর সিনিয়ার ম্যানেজার আর তাদের দু'জনের বস এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং-এ একটা মিটিং-এ যাচ্ছিল।
মাঝখানে পড়ে একটা পার্ক।
হঠাৎ জুনিয়ার ম্যানেজারটির চোখে পড়ল একটা ম্যাজিক ল্যাম্প।
লাফিয়ে গিয়ে সে ল্যাম্পটা ঘষতেই বেড়িয়ে এল একটা জিনি।
বেড়িয়ে এসে জিনি বলল - "নর্মালি আমি একজনকে তিনটে করে বর দিই।
কিন্তু যেহেতু তোমরা তিনজন আছো তাই আমি তোমাদের প্রতেককে একটা করে বর দেব। "
সব্বার আগে চেল্লাল সিনিয়ারটি -"আমার আগে বর চাই। আমার আগে বর চাই। আমি বাহামা যেতে চাই। একটা ফাস্ট বোট চাই আমার আর কাজের যেনো কোনো চাপ না থাকে।
"
জিনি "হুম!!!" বলা মাত্রই সে ....হুশ...ভ্যানিশ!
এবারে পালা জুনিয়ারের। সে দাবি জানালো - "আমি যাব ফ্লোরিডা। আর আমার চাই প্রচুর মেয়ে আর এন্তার ককটেল। "
জিনি "হুম!!!" বলা মাত্রই সে ও ....হুশ...ভ্যানিশ!
এবার জিনি ঘুরল বসের দিকে - "তোমার কি বর চাই?"
বস শান্তভাবে বললো - "আমি চাই ঐ দুটো গাধাদুটো যেনো লান্চের পরে ১২ টা ৪৫-এ অফিসে আমার সামনে হাজির হয়! "
মরাল অফ্ দা স্টোরি - "সব সময় বসকে আগে বলতে দাও"!
[মেল থেকে অনুবাদ। অপরাধ নেবেন না।
]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।