আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার বন্ধু অজানার শুভ জন্মদিন।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
আসলে বন্ধুত্ব যে কি জিনিস তার কিছুটা হলেও আমি জেনেছি আমার বন্ধু অজানার কাছ থেকে। ও আমার অনেক অনেক ভাল একটা বন্ধু । আমার বেশ মনে পড়ে আমার গত জন্মদিনে, ও যে কত আয়োজন করেছিল আমার জন্য, মনে পড়ে রাত ১২টার পর থেকে ও যে আমাকে কত গুলো ম্যসেজ করেছিল কত উপমায় সাজিয়ে ছিল আমাকে আমার জন্মদিন কে। কত রকম শুভেচ্ছাই না দিয়েছিল আমার সেই বন্ধুটি আমার জন্মদিনে।

আজ ২৫ মে আমার সেই বন্ধুটির শুভ জন্মদিন। অজানা তুমি আসলেই অনেক ভাল, শুভ হোক তোমার জীবনের আরেকটি সূর্যোদয়। আগামী দিন গুলো হাসি আনন্দের মাঝে কেটে যাক। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা। আপনারা সবাই দোয়া করবেন আমার এই বন্ধুটির জন্য ।

অজানা তুমি তো মাঝে মাঝে এই ব্লগে আসো, যদি কখনো এই লেখা চোখে পড়ে , তবে আমার বকা দিও না। আমি তোমায় বলেছিলাম। তোমার জন্মদিনে আমি কি যে করবো আমি তা নিজেও জানিনা। অনেক পাগলামিই করবো আজ। এটাও সেই পাগলামির একটি অংশ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।