আমাদের কথা খুঁজে নিন

   

মিসকল?বিরক্তি না ভালোবাসা।

দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ

ডিজিটাল দুনিয়ার এতসব আবিস্কারের অন্যতম আবিস্কার মোবাইল বা সেলফোন। আর যতসব যন্ত্রনা এই সেলফোন।

এই যন্ত্রনার অন্যতম হচ্ছে মিসকল। বিশ্বাস করুন আর নাই করুন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি প্রবাসে থাকি দেশ থেকে আমার এক আপনজন দিনে-রাতে কম করে হলেও শতবার মিসকল দিবে। মাঝে মধ্যে খুব বিরক্ত বোধ করি এমন ও হয়, মন চায় কিছু একটা বলে ফেলি। যখন এভাবে বার বার মিসকল আসতে থাকে কি করব,কল ব্যাক করি মনে মনে ভাবি বকা দেবো কিন্তূ পারি না।

ওপার থেকে বলে উঠে দেখুন মশাই,কতদিন দেখতেছিনা দু চোখে,আর যদি মিসকলও না দিতে পারি তাহলে যে,আমি পাগল হয়ে যাব কারন সামনা সামনি না দেখলেও যখন একটা মিসকল দিই মনে হয় সামনে-ই আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।