সুন্দর সমর
আমাদের এক বন্ধু অহরহ বলে,
শালার কপালের নাম গোপাল!
যতবার জিতি ততবারই হারি।
একাত্তুরে জিতলাম, তারপর একদল পেলাম
দুর্ভিক্ষ পেলাম, হত্যা গুম খুন নানা বাহিনী সবই পেলাম।
শেষে হেরে গেলাম আমরা।
এরপর আবার গণতন্ত্র মুক্তি পেলো কিন্তু দেশে সন্ত্রাসের জোয়ার বইলো
আসলো জয়নাল হাজারি শামীম ওসমান আবু তাহেরের মত
টিসুম টিসুম মাল!
এবার ডিজিটাল জিৎ জিতলাম।
কিন্তু বাতাসে এরই মধ্যে পোড়া গন্ধ পাই।
পিলখানায় সেনা কর্মকর্তাদের লাশ, আগুণ, ধর্ষণ এবং তারপর বিডিআরে সুইসাইড খাওয়ার।
উপরি হিসাবে পাচ্ছি টিপাইমুখের বাধ এবং আমাদের হরিদাস পালদের কথা বার্তা
ধানের দাম পড়তে পড়তে চাষীর চোখে পানির ঢল!
এখনো অনেক বাকি!
যাই কোথায়!
আর জিততে চাই না। এখন শান্তিতে ঘুমাতে দে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।