কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
হারিয়ে যাবো একদিন অজানাতে
খুজে পাবেনা তোমরা কেউ,
যতই খোজ আলো আধারে।
কেন আমি যাবো না হারিয়ে?
আমার যে কত কিছু গেছে হারিয়ে
পারবে কি ফিরিয়ে দিতে তা?
জানি পারবে না তোমরা।
তাইতো এসো না বাধা দিতে,
পারবেও না রাখতে ধরে।
আমি যাবই হারিয়ে,
নীল আকাশ আর সাদা মেঘের ভিড়ে।
শুকিয়ে যাওয়া ফুল আর
মরে যাওয়া পাতায়।
আমি থাকব মিশে ভোরের কুয়াশায়,
শিশির ভেজা ঘাসে।
আলোর একটু পরশে ই হারিয়ে যাবো
শত চেষ্টাও পারবেনা ধরে রাখতে।
হারিয়ে আমি যাবোই যাব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।