উপরওয়ালাকে (স্রষ্টা নন) বাংলাদেশের ইকনমিক রিসেশন সম্পর্কে বিত্তান্ত লিখে জানাতে হবে। তার আগে দু'একটা জোক্স বলে একটু হাল্কা হয়ে নেই। আপনাদের মজা লাগবে কিনা জানিনা। সবগুলি কিন্তু শিশুতোষ নয়।
১।
আমেরিকায় এক বাস কোম্পানীর চালক হলো জো। খুবই রোগা পাতলা, ছোটখাট মানুষ। গায়ে বা মনে জোর খুবই কম। একদিন তার বাসে এক বিশাল তাগড়া জোয়ান লোক উঠলো। কিন্তু ভাড়া দিলো না।
জিম বেচারা মিনমিন করে ভাড়ার কথা বলতেই বাঁজখাই গলায় সেই জোয়ান বল্ল, ' বিগ জন পয়সা দেয়না'। জো এর আর সাহসে কুলাল না ভাড়া চাইতে। এরপর থেকে প্রতিদিনই বিগ জন বাসে ভ্রমণ করতে লাগলো, ভাড়া না দিয়েই, এবং বাসে উঠেই সে সগৌরবে প্রতিদিন ঘোষণা করতো ' বিগ জন পয়সা দেয়না'। যদিও জো তাকে পয়সা দিতে বলতো না, আসলে বিগ জনের সাথে কথা বলার হিম্মতই তার হতো না। যাই হোক এভাবে বেশ কিছুদিন কেটে গেল।
জো লোকটি ছিল নীতিবোধসম্পন্ন এবং এভাবে একটি লোক ভাড়া না দিয়ে প্রতিদিন যাতায়াত করছে শুধুমাত্র গায়ের জোরে এটা তাকে খুব কষ্ট দিত। অনেক ভেবেচিন্তে জো একটি জিমএ ভর্তি হলো এবং দারুণ পরিশ্রম করতে লাগলো বডি বানানোর জন্য। ছ'মাস পর দেখার মত একটা বডি হলো জোএর। মনের জোরও এখন অনেক বেশী। একদিন আবার যখন বিগ জন বাসে উঠে তার স্বভাব সিদ্ধ বুলিটা ঝাড়লো ' বিগ জন পয়সা দেয়না', জো তখন বলে উঠলো ' কিন্তু জনাব, জিগগেস করতে পারি কি কেন পয়সা দাওনা ?', বিগ জন বললো ' কারণ আমার মান্থলি পাস আছে'।
২। একটি বাংলাদেশি ছাত্র একটি প্রতিষ্ঠানে ভর্তি হবে, ফরম ফিল ইন করছে। নাম, বয়স আরো অন্যান্য কিছু লেখার পর একজায়গায় লেখা আছে 'সেক্স' , তার পাশে বক্সে আছে মেইল/ফিমেইল। ছাত্রটি কিছুক্ষণ ভেবে কোন বক্স পূরণ না করে পাশের খালি জায়গায় লিখল ' সামটাইমস'।
৩।
রোগী: ডাক্তার সাহেব, কফি খাওয়ার সময় চোখ ব্যথা করে, কি করি?
ডাক্তার: কফির কাপ থেকে চামচটা সরিয়ে খাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।