আমাদের কথা খুঁজে নিন

   

বীর শহীদদের ঋণ শোধ করার সময় এসেছে

বাঙালি আজ আবার প্রমান করতে সক্ষম হয়েছে আমরা বীরের জাতি আমরা স্বাধীনতা অর্জন করেছি কারো দয়াতে পাইনি । আজ ৪১ বছর পর আমাদের সৌভাগ্য হয়েছে বীর শহীদদের ঋণ শোধ করার । আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই উদ্যোগ কোনো ভবে বাধা গ্রস্ত না হয় এবং আন্দোলনের গতি যাতে সুসংহত থাকে । আমাদের বাংলাদেশের এই পবিত্র মাটিতে রাজাকারের ঠাই নাই । আমাদের এই প্রিয় জন্মভূমি তো কোনো ধর্ম ব্যবসায়ী দালালের জায়গা হবে না ।

আমাদের তরুণ প্রজন্মকেই এটা নিশ্ভ্হিত করতে হবে । জাতিকে আজ এই দেশের শত্রুদের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং আরো সোচ্চার হতে হবে যাতে তারা কোনো ভাবেই গা ঢাকা দিতে না পারে । নিজ নিজ এলাকাতে সবাক এই দায়িত্ব পালন করতে হবে । দলমত নির্বিশেষে সবাক এক হয়ে আজ মাঠে নামতে হবে যুদ্ধাপরাধী মুক্তু বাংলাদেশ নাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব না । জামাত ও শিবির বাংলাদেশের শত্রু একইভাবে তারা ইসলামের ও শত্রু তারা আজ ইসলামকেও প্রশ্নবিদ্ধ করেছে ।

তাই আজ লক্ষ একটাই রাজাকার মুক্ত বাংলাদেশ । আদালতের এই অপ্রত্যাশিত রায়ে শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে আমি অত্যন্ত ব্যথিত,ক্ষুব্ধ,মর্মাহত,আশাহত হয়েছিলাম | কিন্তু আজ মনে আশার সঞ্চার হয়েছে এখন আর পেছনের দিকে তাকানোর সময় নেই | আমাদের দাবি একটাই সকল যুদ্ধ অপরাধীদের মৃত্যুদন্ড চাই, এর কোন বিকল্প নেই | ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।