আমাদের কথা খুঁজে নিন

   

কবে যেন গরমে চরম ত্যাক্ত আছিলাম

"...কোন মানুষকেই তার কাজের জন্য বেশি প্রশংসা বা বেশি নিন্দা করা উচিত নয়। কারণ আমরা সকলেই অবস্থা, পরিবেশ, শিক্ষা, অভ্যাস, বংশগত ধারা ইত্যাদির উপর নির্ভরশীল..." -Lincoln

আছে আলো ও পাড়ায়, অন্ধকার সাধারণের ঘটনা। বিজলি বেড়াতে আসে, থাকতে আসে না। দরদর ঘাম ঝরে, ফ্যান-এসি চলে না। নিত্য দিনের রুটিন এ, হেরফের হবার না।

সব দোষ বিরোধী দলের, ক্ষমতাসীন দোষী না। যত দোষ ক্ষমতাসীনের, বিরোধী দল দোষী না। বিগত ক্ষমতাসীন বইয়েছে জোয়ার, উন্নয়নের বন্যা। মজ্জাগত ঐতিহ্য এ, হেরফের হবার না। সময়ে- পাশার দান বদলায়, বোল কভু বদলায় না।

মজ্জাগত ঐতিহ্য এ, হেরফের হবার না। পলিটিক্স কখনই আমার প্রিয় বিষয় ছিল না। চরম বিরক্ত হয়ে- লিখলাম এ লেখাটি, এ দোষও আমার না। মজ্জাগত ঐতিহ্য এ, হেরফের হবার না। এই মানসিকতা বদলানো, কখনই সম্ভব না।

মজ্জাগত ঐতিহ্য এ, হেরফের হবার না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।