মাষ্টার্স এর পাশাপাশি চাকরি করি। অফিস মোহাম্মদপুর। তাই শাহবাগ থেকে সিটিবাসে করে যাতায়াত করি। তো ২০ মে কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছি। এমন সময় টিকিট বিক্রেতাদের কিছু কথাবার্তায় বেশ মজা পেলাম তাদের আলোচনার বিষয়বস্তু "মাইয়া লোক"।
তারা কইবার লাগছে "মাইয়ারা মার জাতি ; তারা থাকব চুপচাপ !! অগোর বাড়াকাড়ি দেখলে মাথায় আগুন উইঠা যায়!! আমার বউ(শ্লীল ভাষা ব্যবহার করলাম)রে কাইল মাইর লাগাইছি । যাই হোক, ঐদিন ফেরার পথে আর একটা মজার ঘটনা ঘটল--------
বাসে আবার এখন মাহিলাদের জন্য প্রথম ৩টি সিট বরাদ্দ!!! ওইখানে যথারীতি পুরুষরা বসে আছে এক মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায়ে আছে
তো হেলপার রে বললাম-- ওইটাত মহিলা সিট। উনাদের উঠতে বলেন। হেলপার কিছুক্ষন গড়িমসি করে তাদের উঠতে বল্ল এবং আমাকে বল্ল---" আপনি তো নিজেই রং সিটে বইছেন। ওইডাতো মহিলা সিট না!!!(আমি সাধারনত ৩ সিটের সারিতে বসিনা )।
"
তো বললাম--- এথন থেকে মহিলা সিটের পাশাপাশি বাসে লিখে দেন,,,, ওইটা পুরুষ সিট , মহিলারা বসবেননা ,,,,,
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।