"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
২০.০৫.০৯
বাতাসে বাঁশ পাতার কাঁপন শহুরে আমার তেমন করে দেখার সুযোগ ঘটেনি। কিন্তু এ মুহূর্তে বাঁশপাতার মতো কাঁপতে কাঁপতে তোমার ল্যান্ডফোনে ঝঙ্কার তুলে, প্রবেশ করতে মন চাইছে, তোমারই একান্ত রাতঘুমে। মাঝে মাঝে অবুঝপনা নিশীথে পায়, তোমার পিঠে হেলান দিয়ে বসে আকাশ দেখার সাধ জাগে। নিষেধের বিবিধ প্রাচীর ভাবনার স্বতঃস্ফূর্ততাকে টুঁটি চেপে ভাগাড়ে ফেলে দেয় নিমেষেই।
হাঁটুতে থুতনি জমা রেখে প্রবল নির্বিকারত্ব বর্ষণে মনোযোগী হই নিজেরই বেহায়াপনাকে তাক্ করে। না পাওয়ার কোন অপ্রস্তাবিত শোক আমূল নাড়ায় না আজকাল। মুঠোফোনে, আন্তর্জালিক সামাজিকতাতে নিজেকে সমর্পণ করে কৃত্রিম ব্যস্ততায় গন্তব্যহীন দৌড়ে নিজেকে যুতে দিয়ে সময় কেমন করে যেন পার করেই ফেলি! বৈভব বিযুক্ত, পানসে জীবন ই বয়ে নেয়া সবচাইতে নিরাপদ আজ।
মানুষ একটি অ-মেরুদন্ডী প্রাণী, যার মেরুদন্ড আছে সে নিজের কাছে ছাড়া আর সব জায়গায় হেরে যায় আলবাত।
পারম্পর্যহীন ভাবনার সুতো অবিন্যস্ত ফেলেই রাখি; তাদের সাজিয়ে জাতে তোলার অভিপ্রায় আমাকে আজর আর ব্যস্ত করে না।
অলস মননে, প্রাণপ্রচুর্যে ভরপুর অতীতের শরীর ঝাড়পোঁছ করি। তুমি না থাকো, আমি না থাকি, আমাদের উত্তর প্রজন্ম যেন জানে তাদের পূর্বনারীরা সব জায়গায় হেরেও এই এক "ভালোবাসা"র কারণে জগতে মহাকাশ ছুঁয়েছিলো, বুকে ছিলো তাদের প্রেমের-স্নেহের-মায়ার এক আশ্চযৃ ছায়াপথ। তোমার জন্যে "ভালোবাসা"র এই এক রাত "আমার মহামায়া"।
বুধবার
রাত : ০১:০৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।