চার দশক আগে ‘রেশমা অউর শেরা’ ছবির একটি কাওয়ালি গানে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল বহুল আলোচিত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। এবার যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। দীর্ঘ ৪১ বছর পর আবার কাওয়ালি গানে দেখা যাবে সঞ্জয়কে। ‘জঞ্জির’ ছবির রিমেক মুক্তি পাচ্ছে আর মাত্র তিন দিন পর। এই ছবিতে শের খান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়।
এখানে ‘পাঠান কি জুবান’ কাওয়ালি গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ‘মুন্নাভাই’ তারকা সঞ্জয় দত্তকে।
বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় গত ২১ মার্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন সঞ্জয়। পুনের ইয়েরাওয়াড়া কারাগারে তিনি সাজা খাটছেন। কারাগারের চার দেয়ালে বন্দী হওয়ার আগেই ‘জঞ্জির’ রিমেকের শুটিং শেষ করেছিলেন সঞ্জয়। ৪৫ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পাচ্ছে ৬ সেপ্টেম্বর।
অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, রাম চরণ, মাহি গিল, অতুল কুলকার্নি প্রমুখ।
১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘রেশমা অউর শেরা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সঞ্জয়। ওই ছবিতে শেরা চরিত্রে অভিনয় করেন তাঁর বাবা প্রয়াত সুনীল দত্ত। আরও ছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ওয়াহিদা রেহমান, রাখি প্রমুখ।
পরবর্তী সময়ে সঞ্জয় দেড় শর বেশি ছবিতে অভিনয় করে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন।
বলিউডে সাফল্য পেলেও মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হন ‘খলনায়ক’খ্যাত ৫৪ বছর বয়সী এ অভিনেতা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।