আমাদের কথা খুঁজে নিন

   

ইস! প্রথম আলো শপথ করাণোর উদ্যোগ গ্রহণ না করলে ছেলেটি নিরক্ষর থাকতো....



‘আমি অঙ্গীকার করছি যে, আমার বাড়িতে অল্পবয়সী যে ছেলেটি কাজ করে, তাকে স্কুলে পাঠিয়ে অন্তত প্রাথমিক শিক্ষা লাভ করতে সাহায্য করবো। ’ আনিসুজ্জামান শিক্ষাবিদ আজকের দৈনিক প্রথম আলোর ১৬ নম্বর পাতায় আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে (তবে বিজ্ঞাপন কিনা নিশ্চিত না) তারাই। যেখানে প্রথম আলো নতুন উদ্যোগের সঙ্গে সামিল হয়েছেন তিনি। তাদের এবং আনিসুজ্জামানের দুটি উদ্যোগকেই যে কেউ স্বাগত জানাবে বলে মনে করছি। কিন্তু আমার কষ্ট লাগছে ঐ ছেলেটির জন্য।

যে ছেলেটি কাজ করে আনিসুজ্জামান স্যারের বাসায়। ছোট বাচ্চাটাকে কত কাজই না করতে হয়। ১৬ বছরের নিচে কোন শ্রমিক নিয়োগ দেয়া আইনত দণ্ডনীয় এটা হয়তো আমাদের প্রিয় স্যার জানেন না। সরি, স্যারের বাসায় যে কাজ করে সে তো শ্রমিক না। ‘অল্পবয়সী কাজের ছেলে’ একজন অল্পবয়সী ছেলেকে কাজের ছেলে বানানো ঠিক না এটা আমার মতো আম-পাবলিকের জানা নেই।

যাই হোক, প্রথম আলো একটি উদ্যোগ গ্রহন করেছে। সেই উদ্যোগের কারণে ছেলেটি আর নিরক্ষর থাকছে না। এটাই বড় কথা। যদি প্রথম আলো এই শপথ পাঠ করানোর উদ্যোগ গ্রহণ না করতো। তাহলে...... শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষাবিদ আনিসুজ্জামানের বাসায় একটি অল্পবয়সী কাজের ছেলে বেড়ে উঠতো নিরক্ষর হিসেবে।

শিক্ষাবিদের বাসায় অশিক্ষিত’র বেড়ে ওঠা। আলোর নিচে অন্ধকার বুঝি এভাবেই তৈরি হয়। ভাগ্যিস মতিউর রহমান একটি উদ্যোগ গ্রহণ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।