মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।
সবাই ৫০ পোস্ট হলে বিশেষ পোস্ট দেয়। এই নিয়ে একবার আমিও কারে জানি পঁচানি দিছিলাম!! কিন্তু নিজের বেলায় আর লোভ সামলাইতে পারলাম না!!! তাই, সাহস করে দিয়ে ফেল্লাম। তবে, একটু চালাকি যে কর্ছি.. সেটা হল.. এই পোস্টে নিজের লেখা কিছুই নাই!! সবই অন্যদের লেখা.. আমাকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন কবিতা!!! যারা লিখেছেন.. তাদের, যারা লেখেননি.. তাদেরও, যারা পছন্দ করেন আমার ফাইজলামি.. তাদের, যারা পছন্দ করেন না.. তাদেরও, যাদের সাথে খোঁচা-খুঁচি করি.. তাদের, যাদের ব্লগে যাই না.. তাদেরও.. আর যাদের কথা লিখিনি.. তাদেরসহ সবাইকে ধন্যবাদ।
আমার আমি..
প্রথম বলেছিলেন বরুণা দি..
মুক্ত বয়ান আমি তারেই বলি
মুক্ত মুক্ত বয়ান দেয় যে লোক।
এই ব্লগেতে দেখেছি যে তারে
মাইক নিয়ে দাড়িয়ে আছে
পিচকি একটা লোক।
এই পোস্টের ৩য় মন্তব্যে..
এই পোস্টের ৮ নং মন্তব্যে তো শূণ্য আরণ্যক আমার বিয়েই দিয়ে দিলেন!!
ব্লগ খুলছে, ব্লগার জুটেছে
মাইক হাতে কে
হিমু নাচছে , চুভ নাচছে
মুক্ত বয়ানের বে
একই পোস্টের ১৬ নং মন্তব্যে সোজা কথা ..
শিঙ্গামুখে ব্লগতে গিয়ে সামহোয়ারে
ঘুমিয়ে গেল মুক্তবয়ান দিন দুপুরে,
মা চেঁচায়, ওঠরে বাছা, তোকে ডাকছি।
মটকা জবাব, জানো না মা "পাল্টে দেয়ার স্বপ্ন দেখছি"
৩৩ নং মন্তব্যে নুশেরা আপু..
নামখানি তার গুপ্ত
বয়ান নাকি মুক্ত
প্রতিভা নয়তো সুপ্ত
দেখে হলাম ক্ষিপ্ত!
৩৯ নং মন্তব্যে আমারে নিয়া এযাবৎকালরে সর্ববৃহৎ কবিতা.. শাওন ভাইয়া..
আয়া পড়ছি........
কোবতে হইছে চরম......
নানা রংগের পুষ্ট দেও...
কুনডা যে তোমার ধরন??
তোমার পু্ষ্ট ভালা পাই,
সব ফাষ্টুক্লাশ...
এইজন্য তুমার পত্তেক পুষ্টে
দিয়া যাই প্লাস........
এক যে ছিলো মুক্ত বয়ান
সব ভালো পায় তারে..
এরলাইগ্গা সে সামুর ব্লগে..
ঘুরাফিরা করে...
আর মইধ্যে মইধ্যে এক খান দুই খান
সিরাম পু্ষ্ট মারে.....
৪৬ নং মন্তব্যে আইসা কাঁকন দি'র কবিতায় কিঞ্চিৎ মর্মাহত!!!
সামু ব্লগে ছিলো এক মুক্ত বয়ান
সারাদিন করতো শুধু ঘ্যান ঘ্যান
এই পোস্টের ১৮ নং মন্তব্যে আমার প্রতি প্রতিবাদে মুখর রিসাত..
মুক্ত বয়ান
করে শুধু প্যান প্যান
সবাই আছে অনুকাব্যে
নতুনেরা নাই ক্যান?
একটা বিষয় বলাই হয় নাই.. মডুদের্ও ধইন্যা.. এখন পর্যন্ত আমারে একবার্ও 'সাধারণ' করে নাই.. এখনো আমি অসাধারণ।
সবাইকে শুভেচ্ছা। সবাই কেক-কুক দেয়.. আমি কিছুই দিলাম না।
খাইট্টা খান!!
কিছু লিংক দিই..
চিকেন ফ্রাই দিয়াই শুরু করেন..
লগে ভাত ..
একটু আচার মাখাইয়া লইতারেন..
শেষে পুডিং ..
কি জানি কয়.. চকলেট মুস!!
বেশী সময় না থাকলে তাড়াতাড়ি বানায়া খাইয়ালান প্যান কেইক!!
আগ্রহীরা আরো রেসিপির জন্য রেসিপি ব্লগে ঘুইরা আইতারেন..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।