আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ রাণী



মেঘ রাণী সেলিমা তাসনীম ছন্দা আজ। এমন যদি হ'তো -- আমার স্বপ্নের ফুল ভুল ক’রে ,খোঁপা থেকে খসে গেলে, সযতনে তারে কুড়াতে তুমি, গাঁথতে মালা্‌,পড়াতে আমার গলে। । (স্বপ্ন রাণী, স্বপ্ন রাণী, স্বপ্নের দেশে থাকে) আমার মনের কোণে এতটুকু মেঘ দেখা দিলে, তুমি বাতাস হ’য়ে দিতে উড়িয়ে,বৃষ্টি হ’য়ে দিতে ঝরিয়ে (বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর টাপুর টুপুর রিম ঝিম ঝিম সুরে) এখন। কঠিন কারো - পায়ের নীচে, জুতোয় পিষ্ট হ’য়ে স্বপ্ন আমার ভেঙে চুড়ে যায়,চির চির চির সুরে (মচ মচ মচ ,মচর মচর করে) তাই। এখন আমি- মেঘের ভেলায় ভেসে ভেসে দেই সাত সমুদ্র পাড়ি। আকাশ ছোঁয়ার সংকল্পে,নিজের সাথেই আড়ি। এখন আমার মনের আকাশ মেঘে মেঘে আছে ছেয়ে মেঘরাণী আমি বেড়াই ভেসে কতনা মধুর সাজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।