I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous.
ছাত্র নেতা নোমানীর হত্যাকান্ড নিছক একটি দূর্ঘটনা - বিচারক শারমিন সুলতানা ।
প্রথমেই বলতে চাই জেএমবি ও তার কর্মকান্ডকে আমি কখনই সমর্থন করিনি এবং এখনও করিনা । কিন্তু বিচারপতি যখন দিনের আলোতে সংগঠিত প্রকাশ্য একটি হত্যাকান্ডকে নিছক দূর্ঘটনা বলে অপরাধীদের বেকসুর খালাস প্রদান করেন তখন বিচার ব্যাবস্থা ও বিচারকদের ব্যাপারে গৃহিত জেএবির নীতিই মানুষের কাছে সঠিক বলে বিবেচিত হতে বাধ্য ।
নোমানী হত্যা মামলায় আদালতের রায়ের চেয়ে আশংকা জনক কথা হচ্ছে বিচারক কর্তৃক একটি হত্যাকান্ডকে "নিছক দূর্ঘটনা" হিসেবে আখ্যায়িত করা ! যা শুধু অন্যায়ই নয় বরং সভ্যতা ও মানবতার কপালে ভয়ানক কুঠারঘাত ।
একটি প্রকাশ্য হত্যাকান্ড সম্পর্কে বিচারকের আসনে আসীন একজন বিচারপতির এ বক্তব্য কখনই কাম্য নয় ।
এ জাতীয় বক্তব্য বিচারক, আদালত ও বিচার ব্যবস্থার সততা ও ন্যায়ের উপর স্থির থাকার যে অলংঘনীয় বিধান তাকে প্রশ্নবিদ্ধ করে ।
বিচারপতির এমন বক্তব্য সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে বিচার বিভাগ কর্তৃক ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর নির্লজ্জ দালালী ও মনোরঞ্জনের প্রতি দিক নির্দেশ করে ।
সমাজ ও রাষ্ট্রে বিরাজমান এই যে বিচারহীনতা ও তার ক্রমবর্ধমান বিস্তৃতি এর দায়ভার থেকে বিচারের সাথে জড়িত কোন একটি প্রতিষ্ঠানও কি মুক্ত ? বিশেষ করে আদালত ও বিচারক যখন তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে তার দায়িত্ব ও কর্তব্যকে অস্বীকার করে, ন্যায় বিচারের স্থলে ক্ষমতাসীনদের তল্পীবাহকের ভূমিকায় অবতীর্ণ হয়ে অবিচারকেই বিচারে পরিণত করে তখনই ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠে চরমপন্থী সংগঠন সমুহ । যারা ন্যায বিচর বঞ্চিত মানুষের ক্ষোভকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রে অরাজকতার সৃষ্টি করে তাদের অসদুদ্দেশ্য হাসিলে তত্পর হয় ।
আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটি হত্যাকান্ডই মানবতার বিরুদ্ধে অপরাধ ।
তাই জঘণ্য এই অপরাধের সঠিক বিচার হওয়াটা বাধ্যতামূলক এখানে রাজনীতি ও গোষ্ঠি স্বার্থকে বড় করে দেখা অমার্জনীয় অপরাধ । কেননা এর সাথে মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা জড়িত । সমাজিক শৃংখলা ও সংহতি বজায় রাখার প্রশ্ন জড়িত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।