আমাদের কথা খুঁজে নিন

   

কি-বোর্ড/ইলেকট্রনিক পিয়ানো কিনতে চাই......তথ্য চাই......



বছর দেড়েক আগে পিয়ানো শিখতে ভর্তি হয়েছিলাম। কিন্তু দুই মাস যাওয়ার পর আর কন্টিনিউ করতে পারিনি...কিংবা করিনি...... কারণ অনুশীলনের কোনো উপায় ছিলো না। সপ্তাহে সাতদিন মিরপুর যাওয়ার উপায় নেই। একদিন গিয়ে ক্লাস এর এক ঘন্টা আগে প্র্যাকটিস করে হয়তো হোমওয়ার্ক ঠিকঠাক মতো দিতে পারতাম, কিন্তু নিজের রপ্ত করার জন্য অনুশীলন তো আর সারা সপ্তাহ ধরে হতো না, তাই একদিনেই শিখতাম, সেদিনই ভুলতাম...... তাই আর যাই নাই...... এবার ভাবছি একটা কি-বোর্ড কিনবো......তারপর পিয়ানো শেখা আবার শুরু করবো...... সেকন্ড হ্যান্ড কি-বোর্ড খুঁজছি......কিংবা ১০-১২ হাজার টাকার সীমিত সাধ্যের মধ্যে আমি কেমন কি-বোর্ড কিনতে পারি??...সেকন্ড হ্যান্ড ইলেকট্রনিক পিয়ানো কি ১০,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে???... কারও খোঁজ থাকলে প্লিজ জানাবেন???.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।