আমাদের কথা খুঁজে নিন

   

দুই টা একশত টাকার নোট বাঁচানোর আবেদন

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

মাননীয় গভর্ণর এর কাছে ডাক যোগে দুইখান একশত টাকার ছিড়া নোট পাঠাইয়াছি। সাথে একখান আবেদন পত্র দিয়াছি যে রাষ্ট্রীয় সম্পদ একশত টাকা বাঁচানোর জন্য আকুল আবেদন। জানিনা আমার ব্যাংক হিসাবে ঐ টাকা জমা হবার নিয়ম আছে কিনা। এই দুইখান একশত টাকার ছিড়া নোট নিয়া আমি বেসরকারী কয়েকটি ব্যাংকের সাথে যোগাযোগ করিলে তারা তা নিতে অস্বিকৃতি ও অপারগতা প্রকাশ করে। তাই উপায়ন্তর না দেখে ডাকযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এর কাছে আবেদন পত্র সহ ছিড়া অচল একশত টাকার নোট প্রেরন করি। টাকা অল্প হওয়ায় আমার স্বশরীরে যাওয়া সম্ভব হয় নাই। এরকম কত অচল টাকা মানূষের কাছে পড়ে আছে আমরা জানিনা । তা সংগ্রহ করে যথাযত ব্যাবস্থা নেয়া জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।