কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
আমি আমার জীবনে খুব কম সময় সুঃখবর মানে হ্যাঁ বোধক শব্দ অর্জন করিতে পারিয়াছি। আমার কাছে অপ্রিয় একটি শব্দ না।
না কে আমি ঘৃনা করি। অনেক প্রতিবন্ধকতা স্বত্বেও সফলতা এসেছে না এর হাত ধরে। এই না না হলে ও কাজ গুলি দ্রুত সম্পন্ন হতো।
হয়তো আমার কথাগুলো না বুঝতেপারার অভাবে আমাকে প্রায়ই না এর সম্মুখিন হতে হতো।
আমার অপ্রিয় সত্যগুলো না কে অতিক্রম করে সত্যি হতো।
আমি জানিনা ৬ষ্ট ইন্দ্রিয় বলে কিছু আছে কিনা। আমার ৬ষ্ট ইন্দ্রিয় মনে হয় অধীক সচেতন ছিল।
কিন্তু কিছুতেই আগাম সতর্ক বানী বা আশংকা কখনো কাউকে বুঝাতে পারতাম না।
অথবা যারা আমার কথা শুনত না তারা হয়তো জেনে শুনে বুঝে না বুঝার কাজ করতো। হয়তো এইসব তাদের স্বার্থের পরিপন্থী ছিল বলে বুঝতে চেষ্টা করতো না।
আমার নিকট পরিচিত জনরা কি খুব বেশী স্বার্ধান্বেষী ছিল বা তারাই সব ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে জড়িত ছিল।
বিশ্বাস করতে কষ্ট হয়।
নিজেরস্বার্থ চরিতার্থ করার জন্য এতো না মেনে নেয়া যায় না।
আল্লাহ এই না বলা লোকদের ক্ষমা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।