আমাদের কথা খুঁজে নিন

   

Got a pair of birds!

I realized it doesn't really matter whether I exist or not.

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আপু আম্মুকে এক জোড়া পাখি উপহার দিল। বাসায় পোষা প্রাণী বলতে কিছুদিন আগে মাছের অ্যাকুরিয়াম ছিল। কিন্তু অ্যাকুরিয়াম পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। আমি কোনোবারই করি না। তাই মাছ বেশিদিন টিকল না।

তবে এবার আগমন ঘটলো একজোড়া নতুন অতিথির। কাঁটাবন থেকে কেনা হয়েছে পাখি দু’টো আর খাঁচাটি, যা এখন শোভা পাচ্ছে আমাদের বারান্দায়। ভালোই হলো। আম্মুরও সময় কাটবে। আমিও পাখি দু’টোর দুষ্টুমি দেখে অলস সময় কাটাতে পারবো।

কাঁটাবন মার্কেটে পাখিগুলো লাভ বার্ড নামে পরিচিত। হলুদ রঙ্গের পাখিটা বেশ পাজি। সারাক্ষণ দুষ্টুমি করে। দেখলে মনে হবে প্রশিক্ষণপ্রাপ্ত (নাকি প্রাপ্তা ) সার্কাসের পাখি। ঘরটা ছোটখাটো একটা চিড়িয়াখানা হয়ে গেল।

যদিও আইটেম মাত্র একটি। ছবিঃ আমি। ক্যামেরাঃ Nokia 5130 XpressMusic. অবশ্য এরইমধ্যে একজন দর্শনার্থীও এসে হাজির হয়েছেন চিড়িয়াখানায়। যদিও তার কাছ থেকে টিকেটের টাকা আদায় করা যাচ্ছে না। তিনি হলেনঃ মহামান্য বিলাই ।

পাখি দু'টোর কাছ থেকে সরানো যাচ্ছে না এটাকে। কী করি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।