আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ - ৪ ( ব্যাঙের ছাতা )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

ইহার নাম ব্যাঙের ছাতা ।

মেঘ বাদলের দিনে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ব্যাঙেরা ইহা তৈরী করে থাকে । তাই গ্রাম এলাকায় বৃষ্টির পর পরই প্রচুর পরিমানে ব্যাঙের ছাতা দেখা যায় । মানুষ এসবে হাত দিলে মানুষের হাতে ঘা হয়, এমন কি এর বিষ ক্রিয়ায় মারা যাওয়ার ও সমূহ সম্ভাবনা রয়েছে । তাই গ্রামের মানুষ ইহাতে কখনো হাত দেয় না ( অবশ্য পা দিয়ে মারিয়ে দেয় ) । আর ব্যাঙেরা ও নিরাপদে স্বপরিবারে ঝড়-বৃষ্টি হতে রক্ষা পেয়ে থাকে ।

কথিত আছে মানব জাতি বর্তমানে রোদ ও বৃষ্টি থেকে বাঁচার জন্য যে ছাতা ব্যবহার করে থাকে তা ব্যাঙদের কাছ থেকেই মানুষ শিখেছেল । তাই বলা চলে ব্যাঙদের কাছে মানবজাতি ঋণী !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।