আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
আয়না
--------------------------------------
গত কয়েকদিন ধরেই রোদের মুখ দেখছিনা আমরা
ঘড়িরকাঁটায় গেঁথে আছে কি অদ্ভুত এক ধর্মগ্রন্থ!
এবং তা মেনেই স্কুলে বাজছে ঘন্টা
ফ্যাক্টরীতে দুপুরের সাইরেন
সকালের ট্রেনে দাপ্তরিক ঘ্রান
দিবারাত্রী রুগীসেবা, দোকান-পানশালা সবকিছুই ঘুরছে
ঘুরছে বাজার-হেঁসেলের হাঁড়ি আমাদের মুখ ও মুখোশ
কামনার পর্দা সরিয়ে ঘুরে-ঘুরে আসছে অর্থবহ দাম্পত্য রাত
অথচ আমার চুপসে থাকা ফুলওপাতার বুক চিঁড়ে
বেরিয়ে যাচ্ছে উদোম উরুর সবুজ ছেলে
তর্জনী ঘুরিয়ে বাতাসের খেরোখাতায় লিখে রাখি তার শ্লোক
"বুইরার শইল্ল্যে চিনা জোঁক চ্যানচ্যানাইয়া রোইদ উঠ"
-------------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।