আমাদের কথা খুঁজে নিন

   

এক বিকেলে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

এক বিকেলে (জুল ভার্ণের লেখা নাগরিক যন্ত্রণা - "কাক" অবলম্বনে) একদা এক মনোরম বিকেলে- রমনা পার্কে এসেছি তোমার সাথে দেখা করবো বলে; সহসা এক অসভ্য কাক হঠাৎ “ইয়ে” করে দিলো আমার শার্টে, চুনের মতো লেপ্টে ছিল, ভাবলাম মামলা করে দেবো কোর্টে। হাতের ঘড়ি দেখছি ঘনঘন, তোমারও বুঝি আসার সময় হলো, ইয়ে’র দাগটা কী বিশ্রীভাবে তাকিয়ে আছে শার্টে, কেমন লাগে বলো! ভাবলাম, কোন অজুহাত দেখিয়ে তোমাকে আসতে মানা করে দেই, মোবাইল হাতে নিয়ে দেখি, কী যন্ত্রণা! এক টাকাও ব্যালান্স নেই! দূরে দেখছি তুমি হেঁটে আসছো, পরণে মেরুন সালোয়ার-কামিজ, এসেই বললে কী বিচ্ছিরী কান্ড! একটু যদি থাকে আদব-তমিজ। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী হয়েছে হঠাৎ এতো রাগ! ওড়নাটা সরিয়ে বললে- এই দেখো কাকের “ইয়ে”, কী বিচ্ছিরী দাগ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।