কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়
বাংলাদেশ পুলিশ বিভাগে এসআই পদে লোক নিয়োগ করা হবে। আমার এলাকার এক বড় ভাই এলেন তার শ্যালকের জন্য একটি প্রত্যয়ন পত্র লিখে দেবার জন্য। এই পত্র স্থানীয় ক্ষমতাসীন দলের অফিসিয়াল প্যাডে প্রিন্ট নিয়ে এমপির সুপারিশ বা সত্যায়ন করতে হবে। আর কোন যোগ্যতার দরকার নেই। পরীক্ষা হবে নামকা ওয়াস্তে।
শুনে হতবাক হলাম না, কোন কথা আর জিজ্ঞাসা করতে ইচ্ছে করল না। প্রত্যয়ন পত্র লিখে না দিলে রাগ করবেন তাই তাকে সন্তুষ্ট করতে লিখতে হলো
আল্লাহ সর্ব শক্তিমান
বাংলাদেশ আওয়ামী লীগ
..........ইউনিয়ন শাখা, থানাঃ ...........,.জেলাঃ ............।
_____________________________________________
সূত্রঃ তারিখঃ........................
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ আঃ ........, পিতা-মোঃ ............ সাং-......... , পোঃ ............., উপজেলাঃ ..........., জেলাঃ ..........। সে আমার পরিচিত, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি বা জানি। সে রাষ্ট্রদ্রোহী কোন কাজের সাথে জড়িত নহে।
সে ছাত্রলীগ পরিবারের একজন সদস্য।
আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।