আমাদের কথা খুঁজে নিন

   

"প্রথম আলো!!" মিথ্যুক না কৌতুক?

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..
প্রথম আলোর গতকালের সম্পাদকীয়: বিজ্ঞ পাঠকগন। পড়ে দেখুনতো! কি লিখেছে। লেখনীর ভাষাটা কেমন বিদঘুটে আর আনাড়ি আনাড়ি মনে হচ্ছে। ঘটনা কি? প্রথম আলোর প্রথম আলোর সম্পাদকীয় তে এমন আনাড়ি লেখা থাকাটাতো স্বাভাবিক নয়। আর এতে লেখা পুরো বক্তব্যই যে মিথ্যে এবং পুরোপুরি উল্টো, তা বিভিন্ন টিভি মিডিয়ার ভিডিও চিত্রে ও রিপোর্টে প্রমানিত হয়েছে।

তবে এইধরনের মিথ্যাচার প্রথম আলো বারবার কেন প্রচার করে? এটা কি কৌতুক না মিথ্যাচার। সম্পাদকীয়'র লেখনীই প্রমান করে এর বক্তব্যটা কত বড় ধান্দাবাজি আর মিথ্যাচার। সত্য সবসময়ই শক্তিশালী হয়ে থাকে। মিথ্যা জজবাহীন। ঘৃনা করি মিথ্যাচার।

দেখতে চাই সততার আলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।