আমাদের কথা খুঁজে নিন

   

বাংলামূলকে মুসলমানদের আগমন------------

আকাশ ছোঁয়ার সপ্ন দেখি-------------- আকাশ ছোঁয়া সপ্ন

কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর যদি পাওয়া যেত তবে আমার চিন্তাধারা প্রসুত ধারনা কিছুটা সমাধান পেত। আমার প্রথম প্রশ্ন-- দিল্লী আগ্রা পাঠান- মুঘলের রাজধানী ছিল। সেখানে মুসলমানের সংখ্যা অত কম কেন? যুক্ত প্রদেশ, বিহার, পশ্চিম বাংলার দিকে যতই এগোই ততই দেখি মুসল্মানের সংখ্যা কমে আসছে-- সেটাই স্বাভাবিক_ কিন্তু হঠাৎ পূর্ব বাংলায় এসে এদের সংখ্যাধিক্য কেন?দিল্লীর বাদশা দিল্লী, এলাহাবাদ ছেড়ে দিয়ে হঠাৎ পূর্ব বাংলায়ই তলোয়ার চালিয়ে জন সাধারণকে মুসলমান করলেন কেন? উত্তরে কেউ কেউ বলেন, দিল্লীর বাদশারা তলোয়ার চালাননি, চালিয়েছিল বাংলার স্বাধীন পাঠান বাদশারা। তাই যদি হবে, তবে সে যুগে বেহার, বিজাপুর, আহমদাবাদও স্বাধীন পাঠান রাজারা ছিলেন। তারাই বা তলোয়ার চালালেন না কেন? কেউ কেউ বলেন, বাংলাদেশ বৌদ্ধ প্রধান স্থান ছিল-- তারা ভাল করে পুনরায় হিন্দু ধর্মে ফিরে যাবার পূর্বেই মুসলমান ধর্ম বাংলাদেশে আসে বলে এদের অনেকেই মুসলমান হয়ে যায়। এর উত্তরে আমার প্রশ্ন -- রাজগির, বুদ্ধগয়া, পাটলিপুত্র, নালন্দা, বিক্রমশিলা সবই বিহার প্রদেশ-- সে তো আরো বৌদ্ধপ্রধান ছিল। তবে তারাই বা মুসলমান হল না কেন? জন_সাধারনকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।