আমরা প্রত্যেকে সেইসব মানুষদেরই একজন, যাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয়।
প্রায়ই একটা কথা শোনা যায়, উকিল-রাজনীতিবিদ এরা প্রচুর মিথ্যা কথা বলে। যদি তাদের জিজ্ঞেস করা হয় মিথ্যা কেন বলেন? উত্তর একটাই "এটাই আমার পেশা..জীবিকার খাতিরে এটুকু বলতে হয়.." অথবা অনেকে এ প্রশ্নকে এড়িয়ে যান। বলেন যে, সবাই বললেও আমি ওরকম নই। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় এ পেশার লোকগুলো খুব ধার্মিকও বটে।
কথায় কথায় সৃষ্টিকর্তার দোহায় দেওয়া এবং ধর্মের কথা বলা এদের অনেকটা অভ্যাসের মতো।
এদের অনেকের চিন্তা অনেকটা এরকম মিথ্যা বলার পর তওবা করলে বা অনুশোচনা করলে সব পাপ ধুয়ে মুছে যায়। কিন্তু পরদিন থেকেই তো যেই লাউ সেই কদু! আমার মাঝে মাঝে সন্দেহ হয় প্রতিবছর যত মানুষ হজ্জ্ব পালন করতে যায়..এদের ভিতর কতজন তাদের সৎ উপার্জনের টাকা দিয়ে যান? সৌদি এয়ারলাইনের ভাড়ার টাকার ভিতর কত জন দরিদ্র মানুষের হাহকার লুকানো থাকে? এর কোন হিসেব নেই, কোনদিন থাকবেও না।
এসব মানুষদের অনেককেই দেখলে ভক্তিতে আমাদের মাথা নুয়ে পড়ে। তারা বছর বছর যাকাত দেন, কোরবানীর সময় দামি গরুটা কেনেন, ফকির খাওয়ান, দান করেন।
কারন, বিধাতা তাদের যথেষ্ট দিয়েছেন (!) । অদ্ভুত এ প্রহসন দেখতে দেখতে একসময় এটা আমাদের চোখ সওয়া হয়ে যায়। আমারা অভ্যস্থ হয়ে পড়ি। একসময় আমরাও তাদের মত হয়ে যাই। সৎ মানুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।