স্বপ্নচূড়া ঐ দেখা যায় !!
বাবুল ছেলেটার রান্নার হাত এত ভালো !
আমাদের হলে ডাইনিং এর কর্মচারী । রান্নার হাত ভাল শুণে সবাই মিলে সকালের খাবার তৈরীর জন্য ওকেই বেছে নিলাম ।
সকালে ঘুম থেকে উঠেই জানালার পাশে খাবার প্রতিদিনই রেডি পাই।
একবারে রাজার হালে আছি !
গতকাল রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম (এমনটা প্রায়ই হয়)।
সকাল হতে না হতেই পেট চোঁ চোঁ করছিলো ।
বাবুলের খাবার এর জন্য অপেক্ষা না করে যেই না বের হলাম অমনি বেচারা হাজির ।
আজকের মেনু- খিচুরী(গরম গরম), বেগুণ ভাজি(একটু পোড়া পোড়া ভাব), আর ডিম মামলেট ।
খেয়েই পোষ্ট টা মেরে দিলাম ।
আপনারা যাই খান পোষ্টের কমেন্ট কইরেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।