আমাদের কথা খুঁজে নিন

   

চল আজ চলে যাই দুজনে দূর সীমানায়

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে চল আজ চলে যাই দুজনে দূর সীমানায় ভেঙ্গে দেই বন্ধন সব, মুছে ফেলে সভ্ভতার খোলস হয়ে যাই চল আবার আদিম চলেযাই চল হিমালয়ের গুহায় তোমার তপ্ত নিশাস আর আমার আদিমতা মিলে মিশে হোক একাকার তৃষিত যৌবনে নিয়ে আসি কালবৈশাখি ঝর মাতাল বাতাস হয়ে উড়িয়ে দেই তোমার সমস্ত লজ্জা এস আজ হয়ে যাই নির্লজ্জ দুজন ভেসে যাই অনন্তের অসীম সীমানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।