আমাদের কথা খুঁজে নিন

   

নাম খুঁজে বেড়াই

দিনে চাকরী করি আর ব্লগাই।

হঠাত করে মনে হল, যে নাম ধারণ করলাম এই অঙ্গে, সে নাম রাখে ক’জনা এই বঙ্গে? দিলাম এখানে সার্চ। প্রথমে পুরোটুকু, এর পরে টুকরো করে। দেখি আর অবাক হই। এত এত মানুষ ! আমি নিজের নিক হিসেবে যেসব শব্দকে প্রাধান্য দিয়েছি, একই কাজ যারা করেছন, তাদের সাথে আমার মনমানসিকতার মিল আসলে কতটুকু ? আদৌ কী আছে ? কালো রঙের পাকা চুল কালো থেকে পেলামঃ কালো চিতা কালোচশমা কালো ছেলে কালো পাহাড়ী কালোজাম কালো কালো জাদুকর কালোবাঘ কালোবাঘ১ কালোবাকশো কালোমেয়ে কালো বিড়াল কালো শিায়াল যা বলতে চেয়েছেন কালোমানিক কালো_হৃদয় কালোমানুষ কালোসাদা কালোপরী কালোপাহাড় কালো রঙ কালোমেঘ কালো পাখী কালোছায়া রঙ থেকে পেলামঃ রঙিন প্রজাপতি রঙীলা চোর রঙহীন রঙধনু রঙ রঙ্গীন রঙেরবঙ রঙের কথা রঙিনঘুড়ি রঙ্গীলা রঙ্গন রঙের মরন রঙীন রঙ্গের মানূষ রঙধনূ রঙ্গিনমানুষ রঙধণূ রঙ তুলি রঙ্গের মেলা রঙিলা রানা রঙ্গ এত মানুষ দেখে মাথা ঘুরছে। তবে, নাহ, বাকি শব্দগুলো দিয়ে কাউকে পাইনি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।