আমাদের কথা খুঁজে নিন

   

হায় মাশরাফি !



এটা কি হলো ? এর চাইতে তো মাশরাফিকে না খেলানোই ভালো ছিলো । তাহলে আমরা বলতে পারতাম - " মাশরাফিকে খেলায়নাই দেখেই আজকে কলকাতা নাইট রাইডার্স এর এই অবস্থা " । কিস্তু যা হলো তার পরে আর কিছু বলার ভাষা আমার অন্ততঃ নেই - আপনাদের আছে কিনা জানিনা । এখন বুকানন যদি বলে - "হুমমম... মাশরাফিকে কেনো খেলাই নাই এইবার বুঝতে পারছো তো ?", মাশরাফি বা আমরা কি জবাব দেবো ?মাশরাফির জন্য স্টেজ প্রস্তুত ছিলো । বুকাননের ক্রমাগত অবহেলা - কলকাতা নাইট রাইডার্সের একের পর এক হার - এর মধ্যে মাশরাফি যদি অসধারন না হোক মোটামুটি ভালো একটা পারফরম্যান্সও দেখাতে পারতেন তাহলে তা বুকাননের জন্য একটা চপেটাঘাত হতো ।

কিন্তু তা হলো না । বরং চড়টা এসে লাগলো আমাদেরই গালে । ফেইসবুকে একটা গ্রুপ খোলা হয়েছিলো - "Without Masrafee, We don't Support Kolkata Knight Riders". কিছুদিনের মধ্যে গ্রুপটির মডারেটর গ্রুপটির নাম পরিবর্তন করলের - "Without Mashrafee, Kolkata Knight Riders Cannot Win IPL".মাশরাফির সামনে সুযোগ ছিলো গ্রুপের নামটি সার্থক করা । কিন্তু পারলেন না মাশরাফি । হাজার হাজার সমর্থককে হতাশ করে শেষ পর্যন্ত মাশরাফি অসধারন তো দূরের কথা একটা সাধারন পারফরম্যান্সও দেখাতে পারলেন না ।

বাংলাদেশ ক্রিকেট দল কোথাও ব্যর্থ হলে (যেটা খুবই নিয়মিত ঘটনা) সাংবাদিকরা লিখেন - "ব্যাট্সম্যানদের অবিবেচক শট খেলা - বোলারদের লাইন লেংথ অনুযায়ী বোল না করা - সর্বোপরি সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কারনেই বাংলাদেশ হেরেছ " । প্রশ্ন জাগে , নয় বছর ধরে একই মানের খেলা খেলে যাওয়া একট দলের সত্যিকারের সামর্থ্য কোনটি ? এটা সত্যি যে , বাংলাদেশ ওয়ানডেতে কিছু বড়ো ম্যাচ জিতেছে , টেস্টে কয়েকবার ৪০০ রান অতিক্রম করেছে । কিন্তু এটি কি বাংলাদেশের প্রকৃত সামর্থ্য ? শ্রীলংকা টেস্টে একবার ৯৫৩ রান করেছিলো । কিন্তু এই রান কি শ্রীলংকা দলের কাছে আপনি প্রতি ম্যাচে আশা করতে পারেন ? তেমনি বাংলাদেশের টেস্টে ৪০০ রান করা কিংবা কয়েকটি ওয়ানডে ম্যাচ জেতা থেকে সেটিকেই আমাদের প্রকৃত সামর্থ্য মনে করা ভুল । দোষ আমাদেরই ।

আমরা বেশি চাই । মরীচিকা কে পানি ভেবে ভুল করি । তবু মাশরাফিকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম । শাহরুখ খান যখন তাকে চার কোটি টাকা দিয়ে কিনেছিলেন , তখন মনে করেছিলাম - "এতো টাকা দিয়ে যখন কিনছে - এমনি এমনি কি কিনছে?" । তখন তো বুঝিনি এটা শাহরুখ খানের একটা বিপনণ কৌশল ।

কিন্তু তবু একটা কথা না বলে পারছি না । ক্রিকেটের জটিল হিসাব নিকাশে বা টেকনিক্যাল টার্মস এ যাবো না । শুনেছি , শেন বন্ড ( নিউজিল্যান্ডের সাবেক এক নম্বর পেসার) নাকি তার স্লোয়ার ডেলিভারিটা ভালোভাবে আয়ত্ত্বে আনার জন্য এক বছর নেটে ক্রমাগত পরিশ্রম করেছিলেন । আমাদের মাশরাফি কি সেরকম পরিশ্রম করেছিলেন নিজের পারফম্যান্সের উন্নতি করার জন্য ? আশরাফুল একটা উচু করে শট খেলে আউট হয়ে গেলে আমরা বলি দায়িত্বহীন ক্রিকেট । কিন্তু আ্যডাম গিলক্রিস্ট বা জয়সুরিয়া যখন ক্রমাগত উচু শটে ছক্কা চার মারতে থাকেন , প্রশ্ন জাগে তারা কিভাবে পারেন ? আ্যাডাম গিলক্রিস্ট বা জয়সুরিয়া যতোটা পরিশ্রম করেন , আশরাফুল বা মাশরাফি রা কি ততোটা পরিশ্রম করেন ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।