আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com
জলের তৃষ্ণা আজ আকাশের চিল
------------------------------------------------ নির্ঝর নৈঃশব্দ্য।
নির্ঝর নৈঃশব্দের এই লাইনটি পড়ার পর থেকেই শুরু হল আমার মস্তিষ্কে ভাবনার উপশহরের ভিত্তি নির্মান। মাঝে মাঝে ইঞ্জিনচালিত গাড়িতে দন্ডায়মান আমার শরীর যখন ক্লান্তির শেষপ্রান্তে তন্দ্রায় এসে পৌছায় ঠিক তখনি মন নামক ছন্নছাড়া বস্তুটিতে আবার ভূমিকম্পরূপে আবির্ভুত হয় জলের তৃষ্ণা আজ আকাশের চিল।
আবার যখন অনাগত কবিতার রাত্রিতে জোনাকের বদলে চাঁদ হয়ে আমার কাছে চিরলোভনীয় হয়ে উঠে ঠিক তখনি আমার শরীরের উন্মাদনায় উদগ্রীব আমায় সীমাবদ্ধতার রাজপুত্র এসে অনাসৃষ্টির দন্ডাদেশ দিয়ে দাম্ভিক কন্ঠে বলে, "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"।
বাক্যহীন আমার গাম্ভীর্য যখন জায়নামাজে সেজদায় পড়ে ভূ-মন্ডল ও স্বর্গ-নরকের বিভেদ খুজে বেড়ায় ঠিক তখন কলিং বেল হয়ে বেজে উঠে, "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"।
"জলের তৃষ্ণা আজ আকাশের চিল"
কি আছে এতে? এ কটি শব্দকে নগ্ন করার প্রত্যাশায় আমি তৃষ্ণার সাগরে ডুবেও তৃষ্ণার্ত হয়ে অটল দাঁড়িয়ে থেকে চোখকে পাঠিয়েছি আকাশ ভ্রমনে। চিল খুঁজে আনবে সে! চোখগুলো চিলের সন্ধান দেয়ার পরপরই আমার যুক্তিগুলো তারাবাতির ন্যায় ছিটকে পড়ছে এ-দিক ওদিকে বোধ ও ভাবনার বিস্তর পার্থক্য দেখে।
যেখানে জলের তৃষ্ণা জলেই মিটাবে তবে কেন আকাশের চিল?
নাকি আকাশের চিল মেঘদূত হয়ে মেঘেদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আসবে যে কখন তারা বৃষ্টি হবে?
নাকি আকাশের চিলও তৃষ্ণার্ত নতুবা দ্বিধাগ্রস্ত? যেখানে মেঘ সন্নিকটে তবে কেন সে তৃষ্ণা মিটাবে নদীর বুকে এসে?
হয়ত এই অনর্থক প্রশ্নগুলো "জলের তৃষ্ণা আজ আকাশের চিল" এর অধরের স্পর্শও পায়নি যেখানে একে নগ্নমুর্তি করে যৌবনের মাধুর্যতা বের করা অসম্ভব কল্পনারই এক পন্ডশ্রম। ঠিক যেন একদম ঘরের ভিতর জিহ্বা বের করে সমুদ্রের জলের নোনা স্বাদ নেয়া।
সম্পূর্নই অবাস্তব, অপূর্ন ভাবনা।
যখন ইচ্ছাগুলো নিরন্তর প্রয়োজন হয়ে চাহিদার সর্বোচ্চ স্তরে ঘুমাতে চায় তখন লাঙল চালিয়ে হাল বেয়ে খন্ড বিখন্ড করে তুলে এর অস্তিত্বকে। আর এই খন্ড বিখন্ড মাটিগুলোর কষ্টভার নিয়ে উড়ে গিয়ে আবাসন করতে চায় মেঘের উপর। তাই এখানেই স্বার্থক,"জলের তৃষ্ণা আজ আকাশের চিল। "
অথবা অস্পর্শনীয় ভাবনায় বাস্তবহীন কল্পনার জগতে গিয়ে একটি শব্দের বা এই লাইনের নগ্নতায় ডুবে যাবার ইচ্ছাটাই আমার কাছে "জলের তৃষ্ণা আজ আকাশের চিল" ।
যেখানে এর অধরের স্পর্শও পাইনি সেখানে একে নগ্নমুর্তি!! এটাই আমার কাছে "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"। ।
(জয় হউক নির্ঝর নৈঃশব্দ, জয় হউক তোমার কবিতার। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।