আমাদের কথা খুঁজে নিন

   

''জয় বাংলা'' শ্লোগান শুনলে যাদের পাছায় আগুন ধরে যায় !

অনেক দেখলাম, অনেক শুনলাম । মাঝে মাঝে চরম মেজাজ খারাপ হয়। আবার মাঝে মাঝে খুব হাসিও পায়। অনেকেই আবার বলতে পারেন এইটা হাসির সময় নয়। কিন্তু না হেসে উপায় আছে বলুন? আজকাল নাকি ''জয় বাংলা'' শ্লোগান দেওয়া যাবেনা।

''জয় বাংলা'' শ্লোগান নিয়ে রাজাকার, নব্য রাজাকারদের যেমন চুলকানি আছে, তেমনি আছে বি এন পি এবং আওয়ামীলীগেরও। রাজাকার এবং নব্য রাজাকারদের চুলকানি থাকাটাই স্বাভাবিক। কারন ''জয় বাংলা'' শুনলেই ওদের অন্তর আত্মা কেপে উঠে। ওদের পাছায় আগুন ধরে যায়। যে আগুন স্বয়ং মেশিন ম্যান তার মেশিন দারাও নিভাতে সক্ষম না, যতক্ষণ না কোন মীরজাফর (!) দ্বারা তার পাছায় পানি ঢালা না হয়।

কিন্তু এখন দেশে মিরজাফরের বড়ই অভাব! কারন বাঙ্গালী যেভাবে খেপেছে তাতে করে রাজাকারের পশ্চাৎ দেশে চুম্বীয়ে আগুন নেভানোর সাহস তারা দিন দিন হারিয়ে ফেলছে। তাই রাজাকারদের উদ্দেশে বলছি, বাঙ্গালীর শ্লোগান ''জয় বাংলা '' চলবেই। তোমাদের পাছায় আগুন ধরবেই এবং জলতে থাকবেই। আমরা বাঙ্গালী জাতি। ৭১এ কোটি বাঙ্গালীর কণ্ঠে ছিল জয় বাংলা ! জয় বাংলা শ্লোগান কণ্ঠে ধারন করে বাঙ্গালী এই সোনার বাংলা স্বাধীন করে।

তাই আওয়ামী ভক্তদের বলছি 'জয় বাংলা' কারো বাপ- দাদার কেনা সম্পত্তি নয়। ইহা বাঙ্গালীর রক্তের বিনিময়ে পাওয়া সম্পত্তি। তাই জয় বাংলা শ্লোগান দেওয়ার অধিকার প্রতিটি বাঙ্গালীর। তাই তোমরা জয় বাংলা শুনে ভেবে বসে থেকনা ইহা তোমাদের পক্ষের কোন আন্দোলন! ইহা শুধুই বাঙ্গালীর আন্দোলন। সাধারন মানুষের স্বাধীনতার কলঙ্ক কে মুছে ফেলার আন্দোলন।

বি এন পি ভক্তদের উদ্দেশে বলছি, 'জয় বাংলা ' মানেই আওয়ামী পন্থি কোন শ্লোগান নয়। ইহা বাঙ্গালীর শ্লোগান। যদি তুমি বাঙ্গালী হয়ে থাকো তাহলে তুমিও এই শ্লোগান দিতে পারো । শুধু শুধু জয় বাংলা শুনে তোমাদের পিছনে আগুনের স্পর্শ অনুভব করে বিতরকের জন্ম দিও না। আর যদি তোমরা ভেবে থাকো এটা নিয়ে ক্যাচাল করলেই আন্দোলন , সমাবেশ ভেস্তে যাবে।

এবং রাজাকারদের ফাঁসি হবে না। তাহলে বলবো তোদের ধারনা ভুল । দেশের মানুষ তাহলে তোমাদেরকেও রাজাকার পদে প্রমোশন দিতে বাধ্য হবে। দেশের সাধারন জনগন আর বিভ্রান্তিতে পা দিবেনা। দেশের মানুষ 'জয় বাংলা' বলবেই।

রাজাকারদের ফাঁসি হবেই। তোদের পাছায় আগুন জ্বলবেই। কিন্তু নেভানোর কোন লোক থাকবে না। আমাদের দাবী একটাই সমস্ত রাজাকারের ফাঁসি চাই। 'ক' তে কাদের মোল্লা।

তুই রাজাকার তুই রাজাকার। কাদের মোল্লার ফাঁসি চাই। জয় বাংলা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।