আমাদের কথা খুঁজে নিন

   

এই মাত্র স্বপ্ন দেখলাম ২০১৭ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

গতকাল রাতে মাকে নিয়ে ঢাকায় ফিরলাম। টেকনাফ, কক্স, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, ঢাকা। তিন/চারদিন খালি বাসের সিটের উর্পে আছি।

বাসায় ফিরা যেইটার জন্য লিটারেলি মায়া হইল সেইটা নিজের বিছানা। বিছানাগো বালিশ গো তুমরা কুতায় বলে ঝাপও দিতে পারি নাই, তার আগেই ঘুমায়া গেছি। দুপুরে ভাত খাওয়া শেষ করার পর পরই বৃষ্টি, ঘুম না আসতে চাইলেও মনে হইল জ্বিনের একটা ইম্প‌্যাক্ট তো আছেই। সেইটা ট্রাই মারি। আগেকার দিন হইলে এই ধরণের স্বপ্ন দেখলে নবী/অন্তত পাতি পীর ফকির হওন যাইতো কিন্তু এখন ব্লগ লেখা ছাড়া আর কিছুই করার নাই।

স্বপ্নে দেখলাম সত্যি সত্যি ২০১৭ সালের মধ্য পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আমি মায়েরে জড়াইয়া ধইরা আগের মত কানতাছি। একটাই শান্তি আশ্রয় হিসেবে মা ম্বপ্নে ছিলেন। সম্ভবত গ্রহাণুর আঘাতে এমনটা ঘটলো....... ( স্বপ্নেই আবার ভাবতাছি নিশ্চয়ই সিনেমা দেখার ফল, কিন্তু দ্যা ডে দ্যা আর্থ স্টুড স্টিল এই সিনেমাটা তো অনেক আগে দেখছিলাম, আরমাগেডনও, এইবার ফিরে কোন সিনেমা দেখা হয় নাই) আসলে এইবার মনে হয় ঘটনা সত্যি হইব। জনগণ প‌্যানিক কইরেন না পরস্পরকে জড়ায়া ধরেন।

মরণের আগে জড়ায়া ধরণে কুন লজ্জা নাই। .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।